October 3, 2023, 11:07 pm
এম এ আলিম রিপন,সুজানগর ঃ পাবনার সুজানগর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের ট্যাব বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে উপজেলার সরকারি ও এমপিও ভুক্ত মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার ৯ম ও ১০ম শ্রেণির মেধাবী ২২৩ জন শিক্ষার্থীদের মাঝে জনশুমারি ও গৃহগণণাকারী প্রকল্পের এ ট্যাব বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলামের সভাপতিত্বে মঙ্গলবার(২৫ জুলাই) উপজেলা পরিষদ হলরুমে ট্যাব বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন প্রধান অতিথির বক্তব্য রাখেন পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির। উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন পৌর মেয়র রেজাউল করিম রেজা, থানা অফিসার ইনচার্জ জালাল উদ্দিন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান কল্লোল, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা.মর্জিনা খাতুন।স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পরিসংখ্যান সহকারী জান্নাতুল ফেরদৌস। অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাফিউল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা, শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনসুর আলী, মোহাম্মাদিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা মাহাতাব উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী ফজলুর রহমান, এন এ কলেজের সাবেক সহকারী অধ্যাপক আবুল হাশেম, আ.লীগ নেতা মাহমুদ্দুজ্জামান মানিক,রাজা হাসান, গণমাধ্যমকর্মী মোহাম্মদ আলী,এম মনিরুজ্জামান, এম এ আলিম রিপন, পৌর আ.লীগ সভাপতি ফেরদৌস আলম ফিরোজ সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এর আগে গত এপ্রিল মাসে প্রথম পর্যায়ে উপজেলার ২৩৪ জন কৃতি শিক্ষার্থীর মাঝে প্রধানমন্ত্রীর উপহারের ট্যাব বিতরণ করা হয়।
এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি।