July 8, 2025, 5:39 am
(রিপন ওঝা,মহালছড়ি)
খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলা পরিষদের পুরাতন ভবনের সামনে সৌন্দর্য বর্ধন ও প্রশাসনিক মানচিত্রের উদ্বোধন করেন ২৯৮নং সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা(প্রতিমন্ত্রী পদমর্যাদা)
আজ ২৫জুলাই রোজ মঙ্গলবার বেলা ২.২০ঘটিকার দিকে উপজেলা পরিষদের সামনে নির্বাহী কর্মকর্তা জোবাইদা আক্তার’র সভাপতিত্বে উপজেলার সৌন্দর্যবর্ধনের কাজ ও উপজেলার প্রশাসনিক মানচিত্রের উদ্বোধন করা হয়।
উক্ত এ মহতী উদ্বোধনীতে মহালছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান বিমল কান্তি চাকমা, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভূমি কমিশনার মোঃ আব্দুলাহ খাইরুল ইসলাম চৌধুরী, ভাইস চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন, উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি দীপক সেন, সাবেক সাধারণ সম্পাদক মিল্টন চাকমা, দাপ্তরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা জোবাইদা আক্তার’র ব্যক্তিগত উদ্যোগে পরিকল্পিত বিবেচনায় মহালছড়ি উপজেলা পরিষদের সৌন্দর্য বর্ধনের লক্ষ্যে বৃক্ষ রোপন, বিভিন্ন রং এর লাইট দিয়ে সীমানা প্রাচীর, জাতীয় পাখি দোয়েল, জলের ফোয়ারাসহ বসার দর্শনীয় স্থান নির্মাণ করেছেন।
উদ্বোধন কৃত ডাইসে মহালছড়ি উপজেলার ৪টি ইউনিয়নের মানচিত্র বিশেষ পরিচিত ফলক নির্মাণ করেছেন।
এসময়ে মহালছড়ি উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা বৃক্ষ রোপন করে করেন।
উল্লেখ্য যে, এই মহালছড়ি থানা ১৯০৬ সালে এবং ১৯৮৪ সালে উপজেলাতে উন্নীত হয়েও বর্তমান আওয়ামী লীগ সরকারের বরাদ্দকৃত ইউনিয়নভিত্তিক মডেল পরিষদ ভবন ও মডেল উপজেলা পরিষদ ভবন নির্মিত হয় নি। এছাড়াও ফায়ার সার্ভিস স্টেশন, উপজেলা মডেল মসজিদ, উপজেলা আধুনিক হাসপাতাল কমপ্লেক্স ভবন নির্মাণের দাবি রাখে উপজেলাবাসী। বর্তমানে মহালছড়িতে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মিত হলেও যথাযথ পরিমাপের অভাবে ফুটবল ও ক্রিকেট খেলা খেলতে পারবে না। এলাকার জনগণ ক্রীড়ানুরাগীগণ মত প্রকাশ করে বলছে সরকারের উন্নয়ন পানিতে গড়াচ্ছে, বড়ই দুঃখের বিষয়। কারণ মহালছড়িতে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মিত হচ্ছে। এই মাঠে পূর্বপাশে আগে থেকেই পাকা ড্রেন রয়েছে কিন্তু শেখ রাসেল মিনি স্টেডিয়ামের বরাদ্দকৃত আরো একটি ড্রেন তৈরি হচ্ছে, এমনিতেই মাঠ ছোট, বর্তমানে এই ড্রেনটি নির্মিত হলেই ফুটবল ও ক্রিকেট খেলার অনুপযোগী হয়ে পড়ে থাকবে, ভবিষ্যৎ সময়ে এই মাঠ খেলোয়াড় তৈরির কাজে মহালছড়িবাসী কোন সুফল পাবে না।