September 27, 2023, 9:16 am
উজ্জ্বল রায়, নড়াইল থেকে:
নড়াইল জেলা পুলিশের উদ্যোগে মৎস্য পোনা অবমুক্তকরণ। নড়াইল জেলার পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন নির্দেশনায়। উজ্জ্বল রায়, নড়াইল থেকে জানান, সোমবার (২৪ জুলাই) পুলিশ লাইন্সের পুকুর, পুলিশ সুপার কার্যালয়ের পুকুর, ট্রাফিক পুলিশ অফিসের পুকুর ও পুলিশ সুপার বাসভবনের পাশে অবস্থিত মৎস্য অ্যাকোয়ারিয়ামে মাছের পোনা অবমুক্ত করা হয়। এ সময় তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), মো: এনামুল হক, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, নড়াইল সদর, নড়াইল, মো: সেকেন্দার আলী, খামার ব্যবস্থাপক, নড়াইল, টি আই, আর আই, নড়াইলসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদা কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।