July 15, 2025, 4:18 am
এম এ আলিম রিপন ঃ পাবনার সুজানগর উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতাধীন উপকারভোগীদের লাইফ ভেরিফিকেশন ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে সাতবাড়িয়া ডিগ্রী কলেজ মাঠে এ লাইফ ভেরিফিকেশন ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন ও সাতবাড়িয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন। স্বাগত বক্তব্য দেন উপজেলা সমাজসেবা অফিসার মো.জিল্লুর রহমান। ছাত্রলীগ নেতা সাখাওয়াত হোসেন রুবেল এর স ালনায় অনুষ্ঠানে আ.লীগ নেতা মাহমুদুজ্জামান মানিক, সাতবাড়িয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দিন আলাল, দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপন,বিটিভি জেলা প্রতিনিধি নজরুল ইসলাম বাধন, পৌর আওয়ামীলীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ,নাজিরগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ রাজুসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি।