July 15, 2025, 3:39 am
জাকিরুল ইসলাম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুর জেলার বিরামপুর থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকারকে বরণ সংবর্ধনা দেওয়া হয়েছে। এসময় বিদায়ী ওসি সুমন কুমার মহন্তকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়।
বৃহস্পতিবার রাত ৯ টায় চাংপাই চাইনিজ রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে বিরামপুর প্রেসক্লাবের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিরামপুর প্রেসক্লাবের সভাপতি মোরশেদ মানিক। এসময় বিদায়ী ওসি সুমন কুমার মহন্ত ও নবাগত ওসি সুব্রত কুমার সরকারকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেন প্রেসক্লাব সদস্যবৃন্দ।
প্রেসক্লাব সাধারণ সম্পাদক কামরুজ্জামানের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মুরাদ হোসেন, ভাইস-চেয়ারম্যান উম্মে কুলছুম বানু, মেজবাউল ইসলাম, সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অদ্বৈত কুমার, প্রবীন আইনজীবি এ্যাডভোকেট মওলা বক্স, থানা উপ-পরিদর্শক এরশাদ মিঞা, প্রেসক্লাব সহ-সভাপতি জালাল উদ্দীন, যুগ্ম সম্পাদক মাহাবুবুর রহমান, সিনিয়র সাংবাদিক নুরল হক, মাহমুদুল হক মানিক প্রমুখ। আয়োজিত অনুষ্ঠানে বিরামপুর প্রেসক্লাবের সকল সদস্যসহ স্থানীয় সুধীবৃন্দ অংশ নেন।
উল্লেখ্য, নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার
বৃহস্পতিবার (২০ জুলাই) রাতে আনুষ্ঠানিকভাবে বিদায়ী ওসি সুমন কুমার মহন্ত’র কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন। এর আগে তিনি জেলার বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে কর্মরত ছিলেন। নবাগত ওসি সুব্রত কুমার সরকার ১৯৯৮ সালে উপ-পরিদর্শক পদে পুলিশ বাহিনীতে যোগদান করে সততা ও নিষ্ঠার সাথে দেশের বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করেন। তার বাড়ি নাটোরের গুরুদাসপুর উপজেলায়।
মো. জাকিরুল ইসলাম জাকির
বিরামপুর, দিনাজপুর।