July 8, 2025, 5:52 am
(রিপন ওঝা,মহালছড়ি)
খাগড়াছড়ি জেলার মহালছড়িতে চৌংড়াছড়ি ফ্রেন্ডশীপ ক্লাব এর আয়োজনে মহালছড়ি সদর ইউপির ওয়ার্ডের সদস্য শাহাদাৎ হোসেন এবং চৌংড়াছড়ি গুচ্ছগ্রাম প্রকল্প চেয়ারম্যান ইমান আলী’র সার্বিক সহযোগিতায় লেমুছড়ি মাঠে শান্তিনগর একাদশ ও সবুজ পল্লী চালক সমিতি ফুটবল একাদশের মধ্যেকার চুড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হয়।
২১ জুলাই শুক্রবার বিকাল ৩.৩০ঘটিকায় লেমুছড়ি মাঠে এ ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ এর সভাপতি রতন কুমার শীল,উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মিল্টন চাকমা, মহালছড়ি সদর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি লাল মিয়া।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে প্রধান অতিথি বলেন খেলাধূলায় শরীর ও মন উৎফুল্ল রাখে এবং নেশা জাতীয় দ্রব্যে থেকে যুবসমাজকে বিরত রাখে। এসময় তিনি প্রত্যেকটি এলাকায় এ ধরণের খেলাধূলা আয়োজন করার আহবান জানান।
খেলার শেষ পর্যায়ে সবুজ পল্লী চালক সমিতি ফুটবল একাদশ শান্তিনগর ফুটবল একাদশকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।