September 30, 2023, 11:47 am
চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ
চারঘাটে উপজেলা প্রশাসনের আয়োজনে আমার চোখে বঙ্গবন্ধু বিষয়ক ভিডিও চিত্র প্রতিযোগিতায় পুরুস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে চারঘাট উপজেলা প্রশাসনের আয়োজনে চারঘাট উপজেলা পরিষদ হলরুমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহরাব হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চারঘাট উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফখরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চারঘাট পৌর মেয়র একরামুল হক, সহকারী কমিশনার (ভূমি) মানঞ্জুরা মুশারফ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা রাশেদুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস এম শামীম আহমেদ, উপজেলা পরিসংখ্যান অফিসার সৈয়দ কামাল উদ্দিন হায়দার, উপজেলা একাডেমিক সুপার ভাইজার রাহেদুল ইসলাম ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অবসরপ্রাপ্ত উপপরিচালক ব্রজহরি দাস।
সবশেষে, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৭৮ জন শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ, অগ্নি কান্ড ক্ষতিগ্রস্ত ২১ পরিবারের মাঝে চেক ও ঢ্রেউ টিন এবং দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ৬ জন রোগের মাঝে চেক বিতরণ করা হয়।
মোঃ মোজাম্মেল হক
চারঘাট, রাজশাহী।