September 26, 2023, 6:38 am
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : বঙ্গবন্ধু কণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে উন্নয়ন-অগ্রযাত্রা অব্যহত রাখতে ও স্মার্ট বাংলাদেশ উন্নীতকরণে গোপালগঞ্জে “তারুণ্যের জয়যাত্রা” সমাবেশ ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
গোপালগঞ্জ জেলা যুবলীগ এ সমাবেশের আয়োজন করে।
আজ শনিবার (২২ জুলাই) দুপুরে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ কায্যালয় চত্ত্বরে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান।
জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানা জুবায়েরের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলে ফাহিম, জেলা যু্বলীগের সাধারন সম্পাদক এম বি সাইফ বি মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন হিটু, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ইলিয়াস হক, বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ উন্নয়ন-অগ্রযাত্রার পথে এগিয়ে যাচ্ছে। কিন্তু উন্নয়নের ধারা বাঁধাগ্রস্থ করতে বিএনপি-জামাত বিভিন্নভাবে ষড়যন্ত্র করেছে। আগামী নির্বাচনে তাদের দাঁতভাঙ্গা জবাব দেয়ার আহবান জানান বক্তারা।
সমাবেশ শেষে জেলা আওয়ামী লীগ কায্যালয় চত্ত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে একই স্থানে গিয়ে শেষ হয়। #