September 26, 2023, 4:40 am
এম এ আলিম রিপনঃ সুজানগর উপজেলার আহম্মদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুস সামাদের ছেলে মাহবুবুর রহমান হিরাকে চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় আহম্মদপুর গ্রামের ওহাব মিয়ার ছেলে সুজন মিয়া, রঘুনাথপুর গ্রামের মজিবর বিম্বাসের ছেলে মোখলেছুর রহমান রাঙ্গা ও টাংবাড়ি গ্রামের ডা.জাহিদ খানের ছেলে মোস্তাফিজুর রহমান জনিসহ চোর চক্রের আরও ৩ সদস্যকে গ্রেফতার করা হয়। আমিনপুর থানার ওসি আনিছুর রহমান জানান, সুজানগর উপজেলা ও আমিনপুর থানার অন্তর্গত রাণীনগর ইউনিয়নের ভাটিকয়া গ্রামের লুৎফর রহমান শেখের বাড়ি থেকে গত সোমবার একটি পালসার মোটরসাইকেল,নগদ প্রায় দেড় লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি হয়। এবং এ ব্যাপারে থানায় একটি মামলা হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বৃহস্পতিবার চুরি হওয়া মোটরসাইকেল সহ চোর চক্রের ওই ৪ সদস্যকে গ্রেফতার করে পুলিশ।
এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি।