July 18, 2025, 8:47 pm
আলিফ হোসেন,
তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ
রাজশাহীর বাগমারা উপজেলা আওয়ামী বঙ্গবন্ধু সৈনিক লীগের কমিটি ঘোষণা করা হয়েছে। জানা গেছে, ২০ জুলাই বৃহস্প্রতিবার রাজশাহী জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সুমন রেজা আকসেদকে সভাপতি ও রেজাউল করিম শেখকে সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট বাগমারা উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সহসভাপতি জাকিরুল ইসলাম সান্টু, বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি জিমি কাটার রনি ও সম্পাদক প্রকৌশলী মাহাবুর রহমান মাহাম, জেলার
দপ্তর সম্পাদক বাচ্চু পাল ও বাগমারা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এমদাদুল হক প্রমুখ। এছাড়াও জেলা আওয়ামী লীগ ও আওয়ামী মহিলা লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এবিষয়ে জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি জিমি কাটার রণি বলেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন এবং ডা, অর্ণা জামানের অনুমতি সাপেক্ষে বাগমারা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক কর্মকান্ড জোরদার করার লক্ষ্য উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের কমিটি ঘোষণা করা হয়েছে।#