July 11, 2025, 5:12 am
মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ তারুণ্যের জয়যাত্রা শীর্ষক কর্মীসভা করেছে লৌহজং উপজেলা যুবলীগ। বৃহস্পতিবার বিকালে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার ঘোড়দৌড় বাজার এলাকায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় দেশব্যাপী বিএনপি-জামায়াতের সন্ত্রাস, নৈরাজ্য ও পদ যাত্রারসহ বিভিন্ন কর্মসূচির নামে হামলা ভাংচুর এবং যানবাহনে অগ্নিসংযোগের প্রতিবাদ জানিয়ে ও সকল সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিরোধের আহবান জানিয়ে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সম্পাদক আব্দুর রহমান জীবন।
লৌহজং উপজেলা যুবলীগের সভাপতি আলমগীর কবির খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাজাহান খান সাজুর সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আজমির হোসেন,জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সলিমউল্লাহ খান সেন্টু,
করোনা কালীন সময়ে মানব সেবায় দেশব্যাপী আলোড়ন সৃষ্টিকারী লৌহজং উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক মোঃ মুর্তজা খান ও খোকা মৃধা,লৌহজং-তেউটিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক দিদার হাসান মোল্লাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন যুবলীগের নেতৃবৃন্দ।
বন্দী দশার শৃংখল ভেঙে মুন্সীগঞ্জ জেলা যুবলীগ সহ বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের সকল কমিটি গুলো সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্বের হাতে অর্পিত করে যুবলীগের নেতাকর্মীদের আরো সু-সংগঠিত করার আহ্বান জানান।
এছাড়াও বক্তারা বলেন,আসন্ন জাতীয় নির্বাচনে পূর্বে যুবলীগকে সুসংগঠিত করা না গেলে বিএনপি ও জামায়াতের সন্ত্রাস নৈরাজ্য ঠেকানো যাবে না বলেও দাবী তাদের।