September 26, 2023, 5:54 am
ইমদাদুল হক, পাইকগাছা, খুলনা।।
পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত সম্মেলনে আব্দুল মান্নান সানাকে সভাপতি ও শংকর ঢালীকে সাধারণ সম্পাদক করে কপিলমুনি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার বিকালে কপিলমুনি সহচরী বিদ্যামন্দির স্কুল এন্ড কলেজ মিলনায়তনে এ সন্মেলন অনুষ্ঠিত হয়।পাইকগাছা উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি গফফার খাঁর সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর হোসেনের স ালনায় সন্মেলনে প্রধান অতিথি ছিলেন, খুলনা-৬, পাইকগাছা-কয়রার সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু।
প্রধান বক্তা ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের কার্যনির্বাহী কমিটির উপ-প্রশিক্ষণ ও কর্মশালা বিষয়ক সম্পাদক ওয়াহেদুল ইসলাম সজিব৷ উদ্বোধক ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাংবাদিক তৃপ্তি রঞ্জন সেন।
উক্ত সন্মেলনে বিশেষ অতিথি ছিলেন, খুলনা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার প্রেম কুমার মন্ডল, বাণিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ্ব শেখ রাশেদুল ইসলাম রাসেল, জনসংখ্যা বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাঃ শেখ মোঃ শহীদুল্লাহ, উপ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক খায়রুল ইসলাম,জেলা আওয়ামীলীগ নেতা আলহাজ্ব শেখ মনিরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, জেলা আওয়ামীলীগ নেতা আনিছুর রহমান মুক্ত, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ মোঃ আবু হানিফ ও সাধারণ সম্পাদক এম এম আজিজুর রহমান রাসেল,
পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের, সহ-সভাপতি সমীরণ সাধু, সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, যুগ্ম-সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, ২নং কপিলমুনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কওছার আলী জোয়ার্দ্দার, উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাংবাদিক আব্দুর রাজ্জাক রাজু, উপজেলা যুবলীগনেতা এম এম আজিজুল হাকিম, জাহাঙ্গীর আলম, কপিলমুনি ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সরদার বজলুর রহমান ও সাধারণ সম্পাদক শেখ ইকবাল হোসেন খোকন প্রমুখ।
ঘোষিত কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি মীরণ বালা, প্রদীপ মন্ডল, মফিজুল শেখ ও সামাদ গাজী, যুগ্ন-সাধারণ সম্পাদক লাভলু গোলদার, সাংগঠনিক সম্পাদক মিন্টু সাধু, শিক্ষা ও গবেষণা সম্পাদক প্রকাশ দাস।
ইমদাদুল হক,
পাইকগাছা,খুলনা।