July 12, 2025, 7:23 am
মো. সেলিম মিয়া ফুলবাড়িয়া প্রতিনিধিঃ
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা জমা জমি সংক্রান্ত শত্রুতার জের ধরে মোঃ হেলাল উদ্দিন নামের এক ব্যক্তির বসত বাড়ি ও গোয়াল ঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। গত রবিবার (১৬ জুলাই) রাত আনুমানিক ১২ টার দিকে রাধাকানাই ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে ঘটনা ঘটে।
এ বিষয়ে হেলাল উদ্দিন ফুলবাড়িয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। এতে বিবাদীরা হলেন— একই বাড়ির ১। আবু বকর সিদ্দিক (৬০), ২। ইদ্রিস আলী (৪৫), ৩। কাজল মিয়া (২৮), ৪। সেলিম মিয়া (২৮), ৫। শাহা আলম (৩৫), ৬। ওয়াজ উদ্দিন (৩৫), ৭। মাহাবুল (৩৭),
অভিযোগ সূত্রে জানা যায়ঃ বাদী ও বিবাদী একই গোষ্ঠীর লোক ও পাশাপাশি বসবাস করেন। হেলাল উদ্দিন পৈত্রিক ভাবে ৪৩ শতাংশ জমি দীর্ঘ ৩৫ বছর যাবত খতিয়ান নং—১৬১৭, দাগ নং—৩২২০ মূলে ভোগ দখল করে চাষাবাদ ও বসবাস করে আসছিল । কিন্তু তারই বাড়ির পার্শ্ববর্তী প্রভাবশালী প্রতিবেশী আবু বকর ছিদ্দিক গংদের জমিটি তাদের দখলে নিতে বিভিন্ন অপচেষ্টা চালানোর এক পর্যায়ে গত ১৬ জুলাই রাত ৯.৩০ ঘটিকায় বাড়ির পাশেই থাকা মেহগনি ও বিভিন্ন প্রজাতীয় গাছ কেটে ফেলে । গাছ কাটার বিষয়ে হেলাল বলেন রাত পোহালে দরবার ডাকাবে বলে থাকে, বিবাদীগন আরও ক্ষিপ্ত হয়ে এই রাতে অনুমানিক ১২ টায় মামলার বাদীর বসত বাড়িতে প্রবেশ করে ভাংচুর ও লুটপাট করে ও গোয়াল ঘরে আগুন দেয় । আগুনে উত্তাপ ও ধোঁয়া ছড়িয়ে পরলে প্রতিবেশীরা ৯৯৯ ফোন করে ফায়ার সার্ভিস ও পুলিশে সহায়তা চায়।
হেলাল উদ্দিন জানান, বিবাদীরা জমি জমা সংক্রান্ত পূর্ব শত্রুতার কারণে দা, লাঠি, লোহার, শাবল, দেশীয় অন্ত্র শন্ত্র নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে। আমাদের বসত ঘরে আগুন দিয়ে আমাদের বসত ঘর সম্পূর্ণভাবে পুরিয়ে আমাদেরকে স্বপরিবারে ভিটা ছাড়া করে দিয়েছে। আগুনে আমার ঘর, রান্নাঘর সহ ঘরে থাকা মালামাল পুরে ভস্মীভূত হয়ে গেছে। যাতে আনুমানিক ১ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ফুলবাড়িয়া থানা এসআই স্বপন মিয়া বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরির্দশন করেছি। পরবতীর্ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে ।