July 18, 2025, 7:48 pm
মোঃ হামিদার রহমান নীলফামারী প্রতিনিধিঃ ১৮ জুলাই, রোজ মঙ্গলবার পুলিশ তদন্ত কেন্দ্র, ডোমার চিলাহাটি নীলফামারী বার্ষিক পরিদর্শন করেন গোলাম সবুর পিপিএম,-সেবা, পুলিশ সুপার, নীলফামারী
পুলিশ সুপার গোলাম সবুর পিপিএম,-সেবা, চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রে উপস্থিত হলে তাকে ফুলেল শুভেচ্ছা জানান মশিউর রহমান, আইসি চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্র এবং একটি চৌকস দল তাকে গার্ড অফ অনার প্রদান করে।
এরপর পুলিশ সুপার, নীলফামারীর ডোমার, চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের নথিপত্র, মালখানা, অস্ত্রাগার, ফোর্সদের ব্যারাক, ক্যাম্পাস পরিদর্শন করেন। এ সময় তদন্ত কেন্দ্র ক্যাম্পাসে একটি বকুল ফুলের চারা রোপন করেন এবং তদন্ত কেন্দ্রের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন। পরিদর্শন শেষে পুলিশ সুপার পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন আলী মোহাম্মদ আব্দুল্লাহ, সহকারী পুলিশ সুপার, ডোমার সার্কেল, নীলফামারী; মাহমুদ উন নবী, অফিসার ইনচার্জ, ডোমার থানা, নীলফামারী; মশিউর রহমান, আইসি চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্র, ডোমার নীলফামারীসহ তদন্ত কেন্দ্রের অফিসার্স ও ফোর্সবৃন্দ উপস্থিত ছিলেন।