July 12, 2025, 7:09 am
মহিউদ্দীন চৌধুরী, ষ্টাফ রিপোর্টার:
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় কতৃক আয়োজিত জাতীয় শিক্ষা সপ্তাহ – ২০২৩ এ পটিয়ার ঐতিহ্যবাহী ছনহরা ষোড়শী বালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবদুল গনি শ্রেষ্ট প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ায় বিদ্যালয় পরিচালনা পর্ষদ, শিক্ষক – শিক্ষিকা,কর্মচারী ও শিক্ষার্থীবৃব্দের পক্ষ থেকে এক সংবর্ধনা সভা বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ওসমান আলনদার। সংবর্ধিত অতিথি ছিলেন শ্রেষ্ট প্রধান শিক্ষক মোহাম্মদ আবদুল গনি। বিশেষ অতিথি ছিলেন অভিভাবক সদস্য উওম বৈদ্য,মুজিবুর রহমান,ইকবাল হোসেন,আবু তাহের,মহিলা অভিভাবক সদস্য ও ভাটিখাইন ইউনিয়ন পরিষদের ১ নং প্যানেল চেয়ারম্যান ছেনুয়ারা বেগম।শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন সুকৃতি রানী দে,অলকেশ কুমার দাশ, হোসনেআরা বেগম,পপি বড়ুয়া,মৌলনা বাহাদুর,অনিমা রানী দে,খাইরুল ইসলাম, নিবেদন বিশ্বাস, শাহাব উদ্দীন, প্রদীপ রায় মিএ, নাসরিন আকতার,মোঃ ইদ্রিস, মুক্তি মজুমদার,। এসময় বক্তারা বলেন,বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুই – দুইবার শ্রেষ্ট প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ার পাশাপাশি বিদ্যালয়কে জেলা পর্যায়ে শ্রেষ্ট প্রতিষ্টানে উন্নত করা সহ বিভিন্ন কৃতিত্বের কথা তুলে ধরেন।