September 23, 2023, 6:44 pm
মোঃ আনিসুর রহমান আগুন, গাইবান্ধা থেকেঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার রামজীবন ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান খন্দকার মাজেদুর রহমান আঙ্গুর ফকির শনিবার দুপুর আনুমানিক ২ ঘটিকার সময় তার নিজ বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু বরণ করেন। (ইন্না-লিল্লাহে ওয়া………রাজেউন) মৃত্যু কালে তাঁর বয়েস হয়েছিল (৭০) বছর। তিনি ৩ ছেলে, এক মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রবিবার সকাল ০৯ ঘটিকার সময় নামাজে জানাজা শেষে তাঁকে তাঁর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এসময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মাজেদুর রহমান, রামজীবন ইউপি চেয়ারম্যান শামচুল হুদা মাস্টার, সাবেক চেয়ারম্যান এনামুল হক মন্টু, খন্দকার মিজানুর রহমান, মরহুমের ছেলে খন্দরকার শীরফ মোঃ আরিফ ডিউক প্রমূখ। বিভিন্ন এলাকা থেকে আগত ধর্ম প্রাণ মুসলমানগণ মরহুমের জানাজায় অংশ গ্রহণ করেন।