September 27, 2023, 9:15 am
বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি:
বরিশালের বানারীপাড়ায় গাভা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও ঐতিহ্যবাহী সূর্যমনি মেলা কমিটির সভাপতি সর্বজন শ্রদ্ধেয় বাদল কৃষ্ণ সাহা (৮৫) আর নেই। ১৫ জুলাই শনিবার রাত সোয়া ১১টার দিকে তিনি পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ডের নিজ বাসায় মস্তিস্কে রক্তক্ষরণ জনিত কারনে পরলোকগমণ করেন। প্রয়াণকালে তিনি স্ত্রী,দুই ছেলে ও দুই মেয়েসহ বহু শুভানুধ্যায়ী রেখে গেছেন। ১৬ জুলাই রোববার দুপুরে বানারীপাড়া পৌর শহরের কেন্দ্রীয় শশ্মানে তার শেষ কৃত্য সম্পন্ন করা হয়।
তার প্রয়ানে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বরিশাল ১,২ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট তালুকদার মো.ইউনুস।
এছাড়াও তার প্রয়াণে বরিশাল-২ আসনের সংসদ সদস্য মো. শাহে আলম,সাবেক সংসদ সদস্য মো.মনিরুল ইসলাম মনি,বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি আলহাজ গোলাম ফারুক,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা,পৌর মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল,উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লা, সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট সোহেল সানি,সহ-সভাপতি আক্তার হোসেন মোল্লা ও এটিএম মোস্তফা সরদার,যুগ্ম সম্পাদক সুব্রত লাল কুন্ড,অধ্যাপক আশরাফুল হাসান সুমন ও অধ্যাপক জাকির হোসেন,সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন সরদার,সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা,উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক ও ইত্তেফাক সাংবাদিক এস মিজানুল ইসলাম,
উপজেলা আওয়ামী লীগের সদস্য রিয়াজুল ইসলাম রাজু।
বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন,সহ-সভাপতি কে এম শফিকুল আলম জুয়েল,সাধারণ সম্পাদক সুজন মোল্লা,বানারীপাড়া মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আবু বকার সিদ্দিক ও সাধারণ সম্পাদক ফকরুল আলমসহ বিভিন্নরাজনৈতিক,সামাজিক,সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।