September 30, 2023, 1:52 pm
বাবুল হোসেন পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ের বোদা উপজেলায় পুকুরের পানিতে ডুবে সৈয়দ আলী (৬৬) নামে এক সাবেক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে।
রোববার দুপুরে উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের দীঘল গ্রামে এ ঘটনাটি ঘটে। মৃত সৈয়দ আলী ওই এলাকার মৃত সমির উদ্দীনের ছেলে। তিনি ফুলতলা পানিডুবি দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ্য ছিলেন সৈয়দ আলী। এদিন বাড়ির পাশের পুকুরের ধার দিয়ে হাটার সময় হঠাৎ করে পুকুরে পড়ে যান তিনি। পরিবারের সদস্যরা খোঁজ পেয়ে তাকে দ্রুত উদ্ধারের চেষ্টা করেন। এক পর্যায়ে মৃত অবস্থায় উদ্ধার করেন তাকে।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজয় রায় বিষয়টি নিশ্চিত করেছেন।