July 8, 2025, 1:42 pm
মহিউদ্দীন চৌধুরী:
দক্ষিণ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি ও পটিয়া উপজেলার সভাপতি চেয়ারম্যান এম এ হাসেম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলেই দেশের উন্নয়ন হয়।পদ্মা সেতু,টানেল,মেট্রোরেল, বিদ্যুৎ কেন্দ্রসহ বিভিন্ন উন্নয়নের কারনে আজ আমরা গর্বিত জাতি।তাই স্মার্ট বাংলাদেশ গড়তে সেচ্ছাসেবক লীগকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে এবং দেশের উন্নয়নের জন্য আগামীতে শেখ হাসিনাকে আবার ও ক্ষমতায় আনতে হবে। গতকাল বিকালে পটিয়ার ছনহরা ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কাজী রেজাউল করিমের সভাপতিত্বে এতে প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রবিউল হোসেন রুবেল। বিশেষ অতিথি ছিলেন ছনহরা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ওসমান আলমদার, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি মোঃ সেলিম, উপ নাট্য বিষয়ক সম্পাদক শফিউল আজম,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক নয়ন শর্মা, নজরুল ইসলাম, প্রচার সম্পাদক মনজুর মোরশেদ, তথ্য ও গবেষণা সম্পাদক মোঃ মহিউদ্দিন চৌধুরী,
মিলকি চৌধুরী, স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ মহিউদ্দিন সহ উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ।
ছনহরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা আবদুল্লাহ আল মনসুর জনির সঞ্চালনায় এসময় আরো বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ।