October 3, 2023, 11:55 pm
ঝালকাঠি প্রতিনিধি : মোঃ নাঈম মল্লিক
ঝালকাঠির নলছিটি উপজেলার রানাপাশা ইউনিয়নে উন্নয়ন মুলক কাজের শুভ উদ্বোধন ও সুধী সমাবেশে আলহাজ্ব আমির হোসেন আমু এমপি জনগনকে নৌকার হয়ে ঘরে ঘরে গিয়ে কাজ করতে আহ্বান জানিয়েছেন।
রবিবার (১৬ই জুলাই) রানাপাশা ইউনিয়নের উন্নয়ন মুলক কাজের শুভ উদ্বোধন শেষে বিকেলে রানাপাশা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচনে নৌকা মার্কা জয়যুক্ত করার লক্ষ্যে প্রর্তেকটি মানুষ আমার এবং নৌকার হয়ে ঘরে ঘরে গিয়ে কাজ করতে হবে
সমাবেশে তিনি আরো বলেন,আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশের উন্নয়ন অব্যাহত থাকে।দেশের মানুষের ভাগ্য উন্নয়নে শেখ হাসিনা সরকার কাজ করে। অন্য সবদল লুটপাট করে খেতে আসে।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঝালকাঠী জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মোঃ শাহ আলম, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নলছিটি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান,জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এডভোকেট এম আলম খান কামাল, নলছিটি উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ তসলিম উদ্দিন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাচনমহল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম সেলিম,উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক ও কুলকাঠী ইউপি চেয়ারম্যান মোঃ আক্তারুজ্জামান বাচ্চু,রানাপাশা ইউপি ইউনিয়ন চেয়ারম্যান মোহাম্মদ শাজাহান হাওলাদার, মোল্লারহাট ইউপি চেয়ারম্যান মাহাবুবুর রহমান সেন্টু, মোল্লারহাট ইউপি সাবেক চেয়ারম্যান মোঃ কবির হোসেন হাওলাদার প্রমুখ।