July 15, 2025, 3:19 am
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : দেশের মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবীতে চলমান আন্দোলনের অংশ হিসেবে গোপালগঞ্জে সকল বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে তালা ঝুলিয়ে শিক্ষক ও কর্মচারীরা আন্দোলন করছেন।
আজ রোববার সকাল থেকে মাধ্যমিক বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দেয় শিক্ষক ও কর্মচারীরা। এসময় তারা কর্মবিরতি আন্দোলন শুরু করেন। তবে ব্যতিক্রম চিত্র দেখা যায় জেলা শহরের গোপালগঞ্জ উচ্চ বিদ্যালয়ে। সেখানে বিপুল সংখ্যক শিক্ষার্থী স্কুল ড্রেস পড়ে স্কুলে আসলেও শিক্ষক-কর্মচারীরা তাদের রুম থেকে বের করে দিয়ে শ্রেণীকক্ষগুলোতে তালা লাগিয়ে দেয়।
শিক্ষক-কর্মচারী জানিয়েছেন, তাদের এক দফা দাবী মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ না হওয়া পযর্ন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। #