September 27, 2023, 9:12 am
গাইবান্ধা থেকে:
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় মাদক বিক্রির ভিডিও ভাইরাল হওয়ার পর সেই মাদক ব্যবসায়ী মোমিনুল ইসলাম (২৭) কে গ্রেফতার করেছে সুন্দরগঞ্জ থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৩ জুলাই) রাত ১১ টার দিকে গাঁজা ব্যবসায়ী মোমিনুলকে গ্রেফতার করার বিষয়টি নিশ্চিত করেছেন সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ কে.এম আজমিরুজ্জামান ।
মমিনুল ইসলাম উপজেলার সোনারায় ইউনিয়নের ফতেখাঁ গ্রামের মৃত জহির মিয়ার ছেলে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মাদক বিক্রির একটি ভিডিও নজরে আসে পুলিশের। পরে মমিনুলের বাসায় অভিযান চালিয়ে তার নিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এছাড়াও তার বিরুদ্ধে চুরিসহ একাধিক অভিযোগ আছে বলে জানা গেছে।
এর আগে একাধিক ফেসবুক একাউন্ট থেকে মমিনুলের গাঁজা বিক্রির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে মহূর্তেই তা ভাইরালও হয়। ভিডিওতে দেখা যায় মমিনুল অপর এক যুবকের হাতে গাঁজা দিয়ে টাকা নিচ্ছেন। ভিডিও ধারণকারী ব্যক্তি মমিনুলকে গাঁজা বিক্রি করতে নিষেধ করলে মমিনুল বলে, আমি কি কাউকে ডেকেছি, ওরা আসে তাই বিক্রি করি। পুলিশ কিছু করতে পারবে না বলে ভিডিওতে দাবী করে সে।
এ ব্যাপারে অফিসার ইনচার্জ কে.এম আজমিরুজ্জামান জানান, ভিডিওটি নজরে আসার পর মাদকব্যবসায়ী মমিনুলকে গ্রেফতার করে আজ বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।