July 12, 2025, 5:57 am
এম এ আলিম রিপন ঃ পাবনার সুজানগর উপজেলাকে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণার লক্ষ্যে যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। সুজানগর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ যৌথসভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলামের সভাপতিত্বে যৌথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, পৌর মেয়র রেজাউল করিম রেজা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান কল্লোল ও মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মর্জিনা খাতুন।যৌথসভায় জানানো হয় সুজানগর উপজেলার ভূমিহীন ও গৃহহীনদের জমিসহ ২৪৫ টি ঘর প্রদান করা হয়েছে। এছাড়া প্রশাসনের পক্ষ থেকে উপজেলার বিভিন্ন এলাকার ভূমিহীন-গৃহহীনরা কেউ বাদ পড়েছে কিনা আর কাউকে ঘর দিতে হবে কিনা এ সকল বিষয় নিয়ে উপজেলার সকল জনপ্রতিনিধি,সংবাদকর্মী,ইমাম,শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধিধের সাথে একাধিকবার বৈঠক করেছেন উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলাম। উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলাম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী অগ্রাধিকার প্রকল্প আশ্রয়ণ-২ এর আওতায় সুজানগর উপজেলায় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীরমুক্তিযোদ্ধা,সুধীজন ও সাংবাদিকদের সমন্বয়ে ভূমিহীন ও গৃহহীন বাছাই করে উপজেলার ২৪৫ ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনবার্সিত করা হয়েছে। জমিসহ ঘর পেয়ে এসকল অসহায় মানুষগুলো মাথাগোঁজার ঠাঁই পেয়েছেন। নতুন ভাবে বাঁচতে পারছে। জীবনকে সাজিয়েছে তারা নতুনভাবে । তাদের জীবনের মোড় ঘুরে গিয়েছে। তারা এখন সামনের দিকে এগিয়ে চলেছেন নিজের ঠিকানায়। স্থানীয় ব্যক্তিবর্গের সুসমন্বয়ে ও সকলের মতামতের ভিত্তিতে ভূমিহীন ও গৃহহীনদের মাননীয় প্রধানমন্ত্রীর সহায়তার আওতায় এনে সুজানগর উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করার লক্ষ্যে আজকের এ যৌথসভার আয়োজন বলেও জানান তিনি।
যৌথসভায় সুজানগর থানা অফিসার ইনচার্জ জালাল উদ্দিন,আমিনপুর থানার ওসি আনিছুর রহমান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাফিউল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার জিল্লুর রহমান, দুলাই ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম শাহজাহান,তাতীবন্দ ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মৃধা, আহম্মদপুর ইউপি চেয়ারম্যান কামাল হোসেন মিয়া, হাটখালী ইউপি চেয়ারম্যান ফিরোজ আহমেদ, সাগরকান্দি ইউপি চেয়ারম্যান শাহীন চৌধুরী, মানিকহাট ইউপি চেয়ারম্যান শফিউল ইসলাম, সাতবাড়ীয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, ভায়না ইউপি চেয়ারম্যান আমিন উদ্দিন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী সুবোধ কুমার নটো, উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুস সাত্তার,দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপন, যায়যায়দিন প্রতিনিধি এম মনিরুজ্জামান,বিটিভির জেলা প্রতিনিধি নজরুল ইসলাম বাধন, পৌর আওয়ামীলীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি।