July 15, 2025, 3:19 am
এম এ আলিম রিপনঃ পাবনার সুজানগরে সংস্কারকৃত উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শহীদ আমিনুল হক বাক্কু স্মৃতি সংসদের সংস্কারকৃত নতুন ঘর উদ্বোধন করা হয়েছে। পাবনা-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আহমেদ ফিরোজ কবির এবং সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে পৌর শহরের হাসপাতাল গেট সংলগ্ন অবস্থিত শহীদ আমিনুল হক বাক্কু স্মৃতি সংসদের সংস্কারকৃত নতুন এ ঘর উদ্বোধন করেন। এ সময় পৌর মেয়র রেজাউল করিম রেজা, নাজিরগঞ্জ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নাদেও হোসেন, এন এ কলেজের সাবেক সহকারী অধ্যাপক আবুল হাশেম, কৃষকলীগ নেতা আব্দুস সাত্তার, আওয়ামীলীগ নেতা শ্রী সুবোধ কুমান নটো, রাজা হাসান, মাহমুদ্দুজ্জামান মানিক, ইউনুস আলী বাদশা, রেজা মন্ডল, কুতুব উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাবেক প্রচার সম্পাদক, চরতারাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও শহীদ আমিনুল হক বাক্কুর ভাই রবিউল হক টুটুল,পৌর আওয়ামীলীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি সরদার রাজু আহমেদ, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক আমিরুল ইসলাম,যুগ্ন আহ্বায়ক রুহুল আমিন, পৌর শাখার যুগ্ন আহ্বায়ক ও পৌর কাউন্সিলর জায়দুল হক জনি, পৌর কাউন্সিলর জাকির হোসেন,আব্দুর রহিম,সরদার পাশু, নাজিরগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাব্বির হোসেন রাজু, যুবলীগ নেতা আব্দুল গনি, ছাত্রলীগ নেতা এস এম সোহাগ,রেদোয়ান নয়নসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য ২০০৪ সালের ১৮ এপ্রিল রাতে সুজানগর বাজার থেকে নিজ বাড়ি শুকচরে যাবার পথে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে সুজানগর উপজেলা ছাত্রলীগের সাবেক সফল সভাপতি ও জনপ্রিয় আওয়ামীলীগ নেতা আমিনুল হক বাক্কুকে। পরে তার স্মরণে ২০০৭ সালে শহীদ আমিনুল হক বাক্কু স্মৃতি সংসদ গড়ে তোলে দলীয় নেতাকর্মীরা।
এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি।