July 8, 2025, 3:20 pm
পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।। পাইকগাছায় (১ী ইবঃ) অনএক্স বেট অ্যাপস পরিচালনা করে জুয়া খেলার সময় ৫ জুয়াড়িকে আটক করে পুলিশ। গত ২০ জুন গোপন সংবাদে তাদেরকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়। ওই দিন ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করে কদন্তকারী কর্মকর্তা।
পুলিশ। গত ১১ জুলাই বিজ্ঞ বিচারক শুনানি অন্তে ২ দিনের রিমান্ড মুজ্ঞুর করে। আটক ব্যক্তিরা হলেন উপজেলার নোয়াকাটি গ্রামের হোসেন মোড়লের ছেলে সিদ্দিক মোড়ল(৪৩), রুহুল কুদ্দুস ছেলে শেখ জাহিদুল ইসলাম(২৪), শহিদুল সরদারের ছেলে স্বাধীন(২০), লোকমান হাকিমের ছেলে রাফসান(২০), সবুজ সরদারের ছেলে পারভেজ সরদার (২২) কে আটক করা হয়। আটক ব্যক্তিদের রিমান্ড শেষে বৃহষ্পতি বার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা শাহিনুর রহমান জানান, রাশিয়া থেকে পরিচালিত জুয়ার সাইট ১ীনবঃ- সফটওয়্যার ব্যবহার করে অবৈধভাবে ই- ট্রান্সজেকশন মোবাইল ব্যাংকিং বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে লেনদেন করেছে তারা স্বীকার করেছে। তারা আরো জানান তাদের সফটওয়্যারের সাইডে বিভিন্ন এলাকার ছেলেরা জড়িত রয়েছে বলে তার জানান।