July 8, 2025, 2:27 pm
কেশবপুর প্রতিনিধিঃ
কেশবপুরে দুর্নীতি দমন কমিশন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে মতবিনিময় সভা, শিক্ষা উপকরণ বিতরণ, রচনা প্রতিযোগিতা, বৃত্তি প্রদান ও সততা স্টোর উদ্বোধন করা হয়েছে।
১৩জুলাই সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে ও কবি মুনছুর আলী সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোরের সমন্বিত জেলা কার্যালয়ের দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক আল আমিন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ স¤পাদক মোতাহার হোসাইন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মিজানুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এএসএম জিলর রশিদ, কবি ও লেখক মুহম্মদ শফি প্রমূখ।
অনুষ্ঠানে সততা সংঘের মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করাসহ বৃত্তি প্রদান ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। একইদিন দুপুরে মুক্তিযোদ্ধা কারিগরি মাধ্যমিক বিদ্যালয় ও গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অতিথিবৃন্দ সততা স্টোর উদ্বোধন করেন।