July 8, 2025, 2:12 pm

বিজ্ঞপ্তি :
বিশেষ সতর্কীকরন - "নতুন বাজার পত্রিকায়" প্রকাশিত সকল সংবাদের দ্বায়ভার সম্পুর্ন প্রতিনিধি ও লেখকের। আমরা আমাদের প্রতিনিধি ও লেখকের চিন্তা মতামতের প্রতি সম্পুর্ন শ্রদ্ধাশীল। অনেক সময় প্রকাশিত সংবাদের সাথে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল নাও থাকতে পারে। তাই যেকোনো প্রকাশিত সংবাদের জন্য অত্র পত্রিকা দায়ী নহে। নতুন বাজার পত্রিকা- বাংলাদেশের সমস্ত জেলা, উপজেলা, ক্যাম্পাস ও প্রবাসে প্রতিনিধি নিয়োগ চলছে! বিস্তারিত: ০১৭১২৯০৪৫২৬/০১৯১১১৬১৩৯৩
শিরোনাম :
ব-জ্রপাতরোধে গৌরনদীতে বিনামূল্যে তালচারা- কী-টনাশক বিতরন অনুষ্ঠান পটিয়ায় চলাচল পথে বাউন্ডারি দিয়ে উ-ল্টো হু-মকি, থানায় অভি-যোগ ভালুকায় সেবার মানোন্নয়নে ইউএনও’র নির্দেশে স্বাস্থ্য কমপ্লেক্সে এসিল্যান্ডের অভি-যান সুজানগরে তাঁত শিল্পে দু-র্দিন,লো-কসানে এক একে ব-ন্ধ হচ্ছে কারখানা সারাদেশে বিআরটিএ ও সাব রেজি-স্ট্রারের ব্যাপক অনি-য়ম দুর্নী-তি সারাদেশে কিশোর গ-্যাং মা-দক সন্ত্রা-সীদের কাছে সাধারণ মানুষ জি-ম্মি আটঘর কুড়িয়ানা নৌকার হাটে সরকার নির্ধারিত চেয়ে দ্বি-গুণের বেশি খাজনা আদা-য়ের অভি-যোগ চো-র জানে না চু-রি যাওয়া গরুগুলা আমার সন্তান ছিল “সন্তান নেই আছে শুধু সংসার চালানোর দুশ্চিন্ত” নড়াইলে স্ত্রীসহ ডা-কাত স-র্দার গ্রে-ফতার ডিসি-এসপি, সাংবাদিক ও গোয়েন্দাদের হুঁশিয়ারি দিলেন এনসিপি নেতা হাসনাত
শার্শায় কথিত ডাক্তারের বিরুদ্ধে ল্যাব টেকনিশিয়ানকে আটকিয়ে জোর করে স্বাক্ষর নেয়ার অভিযোগ

শার্শায় কথিত ডাক্তারের বিরুদ্ধে ল্যাব টেকনিশিয়ানকে আটকিয়ে জোর করে স্বাক্ষর নেয়ার অভিযোগ

আজিজুল ইসলাম,

শার্শা(যশার)সংবাদদাতাঃ যশারের শার্শার গোগা বাজারের কথিত ডাক্তার রেজাউল ইসলামের বিরুদ্ধে ডেন্টাল ল্যাব টেকনিশিয়ান বিটপ অধিকারীকের কাছ থেকে জোর করে অঙ্গিকার নামায় স্বাক্ষর করে নেয়ার অভিযোগ উঠেছে। এব্যাপারে বিটপ অধিকারী শার্শা থানায় একটি অভিযোগ করেছেন।

অভিযোগে বলা হয়, গত ৯ জুলাই শনিবার শার্শার গোগা বাজারের কথিত ডাক্তার রেজাউল ইসলাম এর শোভা ডেন্টাল কেয়ারের ল্যাব টেকনিশিয়ান বিটপ অধিকারীকে ঘরে আটকিয়ে ভয়ভীতি দেখিয়ে ৩শ টাকার ষ্ট্যাম্পে স্বাক্ষর করে নেন।

বিটপ অধিকারী জানান, গত ২ বছর পূর্বে সে গোগা বাজারে ডাঃ রেজাউলের মালিকানাধীন শোভা ডেন্টাল কেদারে ল্যাব টেশনিশয়ান হিসেবে কাজ করতেন। এবং ২০২২ সালের ডিসম্বর মাসে কাজ ছেড়ে চট্রগাম চলে যান।

সেখান থেকে ফিরে বিটপ অধিকারী বাগআঁচড়া বাজারে একটি ঘর ভাড়ানিয়ে সেখানে ডেন্টাল ল্যাব টেশনিশয়ানের কাজ শুরু করেন। খবর শুনে গত ৯ জুলাই শনিবার বেলা ১১ টার দিকে ডাক্তার রেজাউল ইসলাম শোভা ডেন্টাল কেয়ারে কিছু কাজ আছে বলে বিটকে ডেকে নেয়।

এ সময় ডাক্তার রেজাউল ইসলাম ও তার স্ত্রী শাহানারা আক্তার মিনা, লাল্টু গাজী , আইয়ুব হোসেন ও মফিজুর সহ আরও ৩/৪জন বিটপকে ঘরের ভিতর আটকিয় বেদম মারপিট করে ও তার কাছ থাকা নগদ ৩২ হাজার টাকা ছিনিয়ে নেয় এবং ৭০ হাজার ৫শ টাকা দাবি করে। বিটপের পরিবার বিকাশ ও নগদের মাধ্যমে সে টাকা পরিশোধ করেন।
পরে ডাক্তার রেজাউল ইসলাম ৩শ টাকার ৩টি ফাঁকা স্টাম্প স্বাক্ষর করে নিয়ে বিটপকে যশারের গাড়িতে তুলে দেন।

এ ব্যাপার জানতে চাইলে ডাক্তার রেজাউল ইসলাম বলেন, আমি বিটপকে আটকিয়ে পাওনা টাকা আদায় করেছি।
এ ব্যাপার জানতে চাইলে শার্শা থানার অফিসার ইনচার্জ এস এম আকিকুল ইসলাম জানান, অভিযাগ পেয়েছি। অভিযাগটি তদন্ত করে অপরাধীদর বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media






© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY AMS IT BD