July 8, 2025, 2:12 pm
আজিজুল ইসলাম,
শার্শা(যশার)সংবাদদাতাঃ যশারের শার্শার গোগা বাজারের কথিত ডাক্তার রেজাউল ইসলামের বিরুদ্ধে ডেন্টাল ল্যাব টেকনিশিয়ান বিটপ অধিকারীকের কাছ থেকে জোর করে অঙ্গিকার নামায় স্বাক্ষর করে নেয়ার অভিযোগ উঠেছে। এব্যাপারে বিটপ অধিকারী শার্শা থানায় একটি অভিযোগ করেছেন।
অভিযোগে বলা হয়, গত ৯ জুলাই শনিবার শার্শার গোগা বাজারের কথিত ডাক্তার রেজাউল ইসলাম এর শোভা ডেন্টাল কেয়ারের ল্যাব টেকনিশিয়ান বিটপ অধিকারীকে ঘরে আটকিয়ে ভয়ভীতি দেখিয়ে ৩শ টাকার ষ্ট্যাম্পে স্বাক্ষর করে নেন।
বিটপ অধিকারী জানান, গত ২ বছর পূর্বে সে গোগা বাজারে ডাঃ রেজাউলের মালিকানাধীন শোভা ডেন্টাল কেদারে ল্যাব টেশনিশয়ান হিসেবে কাজ করতেন। এবং ২০২২ সালের ডিসম্বর মাসে কাজ ছেড়ে চট্রগাম চলে যান।
সেখান থেকে ফিরে বিটপ অধিকারী বাগআঁচড়া বাজারে একটি ঘর ভাড়ানিয়ে সেখানে ডেন্টাল ল্যাব টেশনিশয়ানের কাজ শুরু করেন। খবর শুনে গত ৯ জুলাই শনিবার বেলা ১১ টার দিকে ডাক্তার রেজাউল ইসলাম শোভা ডেন্টাল কেয়ারে কিছু কাজ আছে বলে বিটকে ডেকে নেয়।
এ সময় ডাক্তার রেজাউল ইসলাম ও তার স্ত্রী শাহানারা আক্তার মিনা, লাল্টু গাজী , আইয়ুব হোসেন ও মফিজুর সহ আরও ৩/৪জন বিটপকে ঘরের ভিতর আটকিয় বেদম মারপিট করে ও তার কাছ থাকা নগদ ৩২ হাজার টাকা ছিনিয়ে নেয় এবং ৭০ হাজার ৫শ টাকা দাবি করে। বিটপের পরিবার বিকাশ ও নগদের মাধ্যমে সে টাকা পরিশোধ করেন।
পরে ডাক্তার রেজাউল ইসলাম ৩শ টাকার ৩টি ফাঁকা স্টাম্প স্বাক্ষর করে নিয়ে বিটপকে যশারের গাড়িতে তুলে দেন।
এ ব্যাপার জানতে চাইলে ডাক্তার রেজাউল ইসলাম বলেন, আমি বিটপকে আটকিয়ে পাওনা টাকা আদায় করেছি।
এ ব্যাপার জানতে চাইলে শার্শা থানার অফিসার ইনচার্জ এস এম আকিকুল ইসলাম জানান, অভিযাগ পেয়েছি। অভিযাগটি তদন্ত করে অপরাধীদর বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।