July 15, 2025, 3:33 am
এস মিজানুল ইসলাম,বিশেষ সংবাদদাতা: বানারীপাড়ায় ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বুধবার ১২জুলাই গত ২৪ ঘন্টার মধ্যে বানারীপাড়ায় শিশু সহ ১১ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি রয়েছে। এর মধ্যে শিশু ২, মহিলা ২ এবং ৭ জন পুরুষ মোট ১১ জন। তাদেরকে পর্যাপ্ত চিকিৎসা দেয়া হচ্ছে।
এ তথ্য উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আবুল খায়ের জানান। তিনি বলেন উপজেলার সন্ধ্যনদীর পশ্চিম পাড়ের প্রত্যন্ত অঞ্চলের রোগীর সংখ্যা বেশি হাসপাতালে চিকিৎসার কোন সংকট নেই। ইতিমধ্যে স্বাস্থ্য সহকারীদের স্ব স্ব কর্ম এলাকায় ডেঙ্গু ও স্বাস্থ্য বিষয়ক সচেতনতার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।