October 3, 2023, 11:41 pm
মোঃ বাবুল হোসেন পঞ্চগড় :
সুইডেনে ঈদের দিন পবিত্র কুরআন পোড়ানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে ধর্মপ্রাণ মুসল্লিরা।
শুক্রবার জুমআর নামাজের পর বিভিন্ন মসজিদ থেকে আগত মুসল্লিরা একত্রিত হয়ে এই মিছিলে অংশ নেন।
‘সম্মিলিত খতমে নবুওয়ত সংরক্ষণ পরিষদের’ ব্যানারে মিছিলটি পঞ্চগড় শহরের শের-ই বাংলা চত্বর থেকে শুরু করে সোনালী ব্যাংকের সামনে গিয়ে সমাবেশে অংশ নেয়।
সমাবেশে বক্তারা বলেন, মুসলমানদের প্রাণের চেয়ে প্রিয় পবিত্র কুরআন পোড়ানোর মাধ্যমে বিশ্বের সকল মুসলমানের কলিজাকে দগ্ধ করা হয়েছে। সারা বিশ্বের মুসলিমরা যখন পবিত্র ঈদুল আজহা পালন করছে, তখন এই ঘৃণ্য কাজ করেছে সুইডেন সরকার ও উগ্রবাদীরা।
বক্তারা পবিত্র কোরআন পোড়ানোর প্রতিবাদে সরকারকে রাষ্ট্রীয়ভাবে সুইডেনের প্রতি নিন্দা জানানোর অনুরোধ করেন। একইসঙ্গে সুইডেন সরকারকে দেশটির উগ্রবাদীদের দ্রুত সময়ের মধ্যে বিচারের আওতায় এনে ফাঁসির দাবি জানান।
সমাবেশে বক্তব্য রাখেন- সম্মিলিত খতমে নবুওয়ত সংরক্ষণ পরিষদের সভাপতি মুফতী আ. ন. ম আব্দুল করিম, পরিষদের সদস্য মাওলানা দেলোয়ার হোসেন, হাফেজ মীর মোর্শেদ তুহিন ও কামাতকাজলদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল প্রধান।
সমাবেশ শেষে মুসল্লিরা আবারও বিক্ষোভ মিছিল শুরু করেন। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে দোয়া ও মুনাজাতের মাধ্যমে কর্মসূচি শেষ করেন।