July 8, 2025, 3:29 pm

বিজ্ঞপ্তি :
বিশেষ সতর্কীকরন - "নতুন বাজার পত্রিকায়" প্রকাশিত সকল সংবাদের দ্বায়ভার সম্পুর্ন প্রতিনিধি ও লেখকের। আমরা আমাদের প্রতিনিধি ও লেখকের চিন্তা মতামতের প্রতি সম্পুর্ন শ্রদ্ধাশীল। অনেক সময় প্রকাশিত সংবাদের সাথে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল নাও থাকতে পারে। তাই যেকোনো প্রকাশিত সংবাদের জন্য অত্র পত্রিকা দায়ী নহে। নতুন বাজার পত্রিকা- বাংলাদেশের সমস্ত জেলা, উপজেলা, ক্যাম্পাস ও প্রবাসে প্রতিনিধি নিয়োগ চলছে! বিস্তারিত: ০১৭১২৯০৪৫২৬/০১৯১১১৬১৩৯৩
শিরোনাম :
ব-জ্রপাতরোধে গৌরনদীতে বিনামূল্যে তালচারা- কী-টনাশক বিতরন অনুষ্ঠান পটিয়ায় চলাচল পথে বাউন্ডারি দিয়ে উ-ল্টো হু-মকি, থানায় অভি-যোগ ভালুকায় সেবার মানোন্নয়নে ইউএনও’র নির্দেশে স্বাস্থ্য কমপ্লেক্সে এসিল্যান্ডের অভি-যান সুজানগরে তাঁত শিল্পে দু-র্দিন,লো-কসানে এক একে ব-ন্ধ হচ্ছে কারখানা সারাদেশে বিআরটিএ ও সাব রেজি-স্ট্রারের ব্যাপক অনি-য়ম দুর্নী-তি সারাদেশে কিশোর গ-্যাং মা-দক সন্ত্রা-সীদের কাছে সাধারণ মানুষ জি-ম্মি আটঘর কুড়িয়ানা নৌকার হাটে সরকার নির্ধারিত চেয়ে দ্বি-গুণের বেশি খাজনা আদা-য়ের অভি-যোগ চো-র জানে না চু-রি যাওয়া গরুগুলা আমার সন্তান ছিল “সন্তান নেই আছে শুধু সংসার চালানোর দুশ্চিন্ত” নড়াইলে স্ত্রীসহ ডা-কাত স-র্দার গ্রে-ফতার ডিসি-এসপি, সাংবাদিক ও গোয়েন্দাদের হুঁশিয়ারি দিলেন এনসিপি নেতা হাসনাত
সুনামগঞ্জে সিএনজি আটকিয়ে আহত রোগীর উপর হামলার ঘটনায় থানায় অভিযোগ

সুনামগঞ্জে সিএনজি আটকিয়ে আহত রোগীর উপর হামলার ঘটনায় থানায় অভিযোগ

সুনামগঞ্জ প্রতিনিধি:

হাসপাতাল থেকে সুনামগঞ্জ – টু সিলেট আঞ্চলিক মহাসড়কের চেকনীকাড়া ব্রীজের পাশে চিকিৎসা শেষে থানা অভিযোগ দায়ের করার জন্য যাওয়ার পথে সিএনজি আটকিয়ে এক আহত ব্যাক্তির উপর সন্ত্রাসী হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে। আহত ব্যাক্তির নাম মোঃ হাবিবুর রহমান (৩৬),আহত ব্যক্তিকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটে ৩ জুলাই দুপুরে। এঘটনায় সুনামগঞ্জ সদর থানায় আহত ব্যাক্তির সহধর্মিণী লুৎফা বেগম লুছি বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ্য করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায় হামলাকারীরা হল শাম্তিগঞ্জ থানাধীন শিমুলবাক ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের বাসিন্দা জিয়া উদ্দিন (৩৫), আব্দুল খালেক (৪৫), মুক্তার আলী(৬২), মহিবুর রহমান রহমান(২৮), কামাল (৩৩), ছনি(২৩), সেকুল (২২), আজাদ মিয়া(৩৬)।
জানা যায় ঘটনার তিন দিন পূর্বে আহত হাবিবুর রহমানের গ্রামের বাড়িতে গত ৩০ জুন শুক্রবার রাতে এক দল ডাকাত মিলে হাবিবুর রহমানের গ্রামের বাড়িতে বৃষ্টি চলমান রাতে হামলা করে গুরুতর রক্তাক্ত জখম করে নগদ টাকা ও সোনার অলংকার লুটপাট করে নিয়ে যায়। এবং হাবিবুর রহমানকে প্রাণে হত্যার উদ্দেশ্যে দাঁড়ালো অস্ত্র দিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে ডাকাত দলের সদস্যরা। পরে শান্তিগঞ্জ থানা পুলিশ ৩০জুন রাতে বৃষ্টির মধ্যে হাবিবুর রহমানকে উদ্ধার করে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। তিন দিন হাসপাতালে চিকিৎসার পর গত ৩ জুলাই আহত হাবিবুর রহমান ৩০জুন রাতের ডাকাতির ঘটনায় শান্তিগঞ্জ থানায় মামলা দায়ের করার জন্য সিএনজি করে যাওয়ার পথে চেকনীকাড়া ব্রীজ সংলগ্ন তার সিএনজি আটকিয়ে আবারও হাবিবুর রহমানের উপর হামলা চালানো হয়। এসময় পথচারিরা মিলে হামলাকারীদের গণ পিঠুনি দিয়ে হাবিবুর রহমানকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে পুণরায় চিকিৎসার জন্য পাঠান বলে জানান আহত পরিবারের সদস্যরা। বর্তমানে হাবিবুর রহমাম আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় সুনামগঞ্জ সদর থানায় লুৎফা বেগম বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন এবং ৩০জুন রাতের ঘটনায় শান্তিগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান আহত পরিবারের সদস্যরা।
এব্যাপারে সুনামগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইগত ব্যবস্থা নেওয়া হবে।##

Please Share This Post in Your Social Media






© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY AMS IT BD