September 30, 2023, 1:49 pm
পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।।
পাইকগাছায় ক্রেতা সেজে মাদকসহ বিক্রেতা স্বামী স্ত্রীকে গ্রেফতার করলো পুলিশ। বুধবার দুপুরে হরিঢালী ইউনিয়নের উত্তর সলুয়া থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। থানায় মাদক মামলা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক শ্যামা প্রসাদ জানান, বুধবার সকালে উপজেলার হরিঢালী ইউনিয়নে সলুয়া গ্রামে হাকিম মসলিশ(৫০)বাড়িতে ক্রেতা সেজে উপপরিদর্শক সুজিৎ ঘোষ সহ পুলিশের একটি দল মাদক কিনতে যায়। এ সময় হাকিম মসলিশের কথামত তার স্ত্রী সুরাইয়া বেগম(৩৫) ১শ গ্রাম মাদক(গাঁজা) ক্রেতার কাছে দেয়। তাৎক্ষনিক পুলিশের দলটি তাদেরকে ঘিরে ফেলে তাদের স্বমী স্ত্রীকে গ্রেফতার করে। পাইকগাছা থানার পরিদর্শক ( ওসি তদন্ত) তুষার কান্তি দাশ জানান, অভিযান চালিয়ে মাদকসহ ব্যবসায়ী স্বামী স্ত্রী কে গ্রেফতার করা হয়। তাদের নামে থানায় একাধিক মাদক মামলা রয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
ইমদাদুল হক,
পাইকগাছা,খুলনা।