July 12, 2025, 7:59 am

বিজ্ঞপ্তি :
বিশেষ সতর্কীকরন - "নতুন বাজার পত্রিকায়" প্রকাশিত সকল সংবাদের দ্বায়ভার সম্পুর্ন প্রতিনিধি ও লেখকের। আমরা আমাদের প্রতিনিধি ও লেখকের চিন্তা মতামতের প্রতি সম্পুর্ন শ্রদ্ধাশীল। অনেক সময় প্রকাশিত সংবাদের সাথে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল নাও থাকতে পারে। তাই যেকোনো প্রকাশিত সংবাদের জন্য অত্র পত্রিকা দায়ী নহে। নতুন বাজার পত্রিকা- বাংলাদেশের সমস্ত জেলা, উপজেলা, ক্যাম্পাস ও প্রবাসে প্রতিনিধি নিয়োগ চলছে! বিস্তারিত: ০১৭১২৯০৪৫২৬/০১৯১১১৬১৩৯৩
শিরোনাম :
জাতি জানতে চায় নতুন বাংলাদেশে কি বৈ-ষম্য থেকে যাবে? ভা-রতীয় আ-ধিপত্যবাদের দাদাগিরি এদেশের ছাত্র জনতা আর মা-নবে না – কামরুল আহসান এমরুল জুলাই আ-ন্দোলনে ১১ জুলাইকে ‘প্রথম প্রতি-রোধ দিবস’ ঘোষণা করলেন উপদেষ্টা আসিফ কুমিল্লায় দিনদুপুরে ট্রাক শ্রমিককে কু-পিয়ে ভু-রি বের করে পালিয়েছে চো-র নড়াইলে খুলনা রেঞ্জের ডিআইজিকে জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা কুমিল্লা জেলা ক্রীড়া এডহক কমিটির পক্ষ থেকে আসিফ মাহমুদ কে ফুলেল শুভেচ্ছা পঞ্চগড়ে এক ডায়াগনেস্টিক সেন্টারের মালিককে পাঁচ হাজার টাকা জরি-মানা পঞ্চগড়ে বিএম কলেজের অধ্যক্ষ জেলা কা-রাগারে নেছারাবাদে এস এস সি পরীক্ষায় অকৃ-তকার্য হওয়ার সুমাইয়া নামে এক শিক্সার্থীর আত্মহ-ত্যা বরিশালে স্বর্ণ প্র-তারক চ-ক্রের ৩ সদস্য গ্রে-ফতার
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ভারতীয় সীমান্তে গরু চোরাকারবারি গুলিবিদ্ধ, গোপন চিকিৎসায় মৃত্যু

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ভারতীয় সীমান্তে গরু চোরাকারবারি গুলিবিদ্ধ, গোপন চিকিৎসায় মৃত্যু

মুহম্মদ তরিকুল ইসলাম, তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার সীমান্তবর্তী এলাকার একজন গরু চোরাকারবারি গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। সোমবার (৩ জুলাই) দিবাগত রাতে উপজেলার দেবনগর ইউনিয়নের সুকানি সীমান্ত এলাকায় গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধারের পর পরিবারের গোপন চিকিৎসাকালীন মঙ্গলবার (৪ জুলাই) রাতে তাঁর মৃত্যু হয়। ওই গরু চোরাকারবারির নাম সুজন রানা (২৫)। তিনি দেবনগর ইউনিয়নের ভারতীয় সীমান্তঘেঁষা ডাঙ্গাপাড়া(আমজুয়ানি) গ্রামের মৃত আনারুলের ছেলে। তাঁর স্ত্রী ও দুটি ছেলে আছে।

সুজনকে কারা মেরেছে, এ বিষয়ে নিশ্চিত করে কিছু জানাতে পারেনি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে সীমান্তবর্তী ওই এলাকার বাসিন্দারা এই হত্যাকাণ্ডের জন্য ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কে অভিযুক্ত করছেন।

জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে সুজনের লাশ বাড়িতে নিয়ে আসেন স্বজনেরা। পরে খবর পেয়ে তেঁতুলিয়া থানা-পুলিশ বাড়ি থেকে লাশটি উদ্ধার করে প্রাথমিক সুরতহাল করে থানায় নিয়ে যায়। এরপর বুধবার (৫ জুলাই) সকালে লাশটির ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। ময়না তদন্তের পর বুধবার বিকালে পারিবারিক কবরস্থানে লাশটি দাফন করা হয়।

দেবনগর ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) আইবুল ইসলামকে একদিন আগে গুলিবিদ্ধের ঘটনা প্রকাশ না করার বিষয়ে জিজ্ঞাসায় তিনি কোন কিছুই বলেননি। তিনি বলেন, আমি লাশ নিয়ে ব্যস্ত আছি, যেহেতু সে আমার ওয়ার্ডের লোক।’

প্রথমে নিহত ব্যক্তির পরিবার গুলিবিদ্ধের বিষয়টি অস্বীকার করলে পরে জানান, সুজন আগে থেকেই ভারতীয় গরুর ব্যবসা করতেন। সোমবার রাতে সুজনসহ পাঁচ-ছয়জনের একটি দল সীমান্ত অতিক্রম করে ভারতে গরু আনতে যায়। সুজন রাতেই শিবচন্ডি শুকানি এলাকায় গুলিবিদ্ধ হওয়ার ব্যাপারে আমরা জানতে পারলে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়।

স্থানীয়দেয় সঙ্গে কথা বললে তাদের ধারণা সূত্রে জানা যায়, নিহত সুজন চুরি করে ফেরার পথে ভারতের মদনবাড়ি বিএসএফ ক্যাম্পের সদস্যদের হাতে ধরা পড়েন। তাঁকে মারধরের একপর্যায়ে বিএসএফ সুজনকে গুলি করে বাংলাদেশ সীমান্তের কাছে এনে ফেলে চলে যায়। সেখানে সুজনকে সাহায্য করতে কেউ এগিয়ে আসেন। এরপর সুজনের পরিবারকে খবর দেন। সেখান থেকে সুজনকে উদ্ধার করে কোন এক হাসপাতালে চিকিৎসা নেয়া হলে তাঁর মৃত্যু হয়। মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে রাতে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

বিজিবি মাগুরমারী বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার দারাজ উদ্দিন বলেছেন, ‘সুজন নামে এক ব্যক্তি মারা গেছেন, এটা নিশ্চিত। তবে তাঁকে কে মেরেছে বা কোথায় এই ঘটনা ঘটেছে, এটা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তাঁর পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, সোমবার রাতে তিনি গুলি খেয়েছেন আর মারা গেছেন মঙ্গলবার রাতে। তবে কোন হাসপাতালে তাঁর চিকিৎসা করা হয়েছে কোন তথ্য পাওয়া যায়নি। তদন্তের পর সঠিক ঘটনা বলা যাবে।’

দেবনগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছলেমান আলী বলেন, ‘আমি এ বিষয়ে কিছুই জানিনা। ওই ওয়ার্ডের মেম্বার মঙ্গলবার রাতে আমাকে মুঠোফোনে বলেন ভাই চৌরাস্তা বাজারে একটি একসিডেন্ট হয়েছে। তাকে রংপুরে নেওয়ার পথে সে মারা গেছে। আপনাকে একটু আসতে হবে। এরপর আমি সরেজমিনে সুজনের বাড়িতে গিয়ে দেখি তার পেট গুলিবিদ্ধ এবং সেই ক্ষত স্থান বেন্ডিস করানো। তবে কোন হাসপাতালে চিকিৎসা করা হয়েছে তার কোনো ব্যবস্থাপত্র (প্রেসক্রিপশন) পাওয়া যায়নি’ তিনি আরও বলেন, ‘আমি নতুন চেয়ারম্যান হওয়ার জানতে পারি ওই এলাকায় ভারতীয় কয়েকজন গরু ব্যবসায়ী রয়েছেন।’

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী বলেন, ‘খবর পেয়ে আমরা ওই ব্যক্তির বাড়ি থেকে লাশ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। সুরতহালে লাশের শরীরে মারধরের আঘাতের চিহ্ন দেখা গেছে। এ ছাড়া তাঁর তলপেটসহ আশপাশে একাধিক গুলির চিহ্ন আছে। তবে কার গুলিতে বা কীভাবে তিনি মারা গেছেন, তা ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই বলা যাবে।’ নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে এখনো কেউ কোনো অভিযোগ করেননি বলে জানান তিনি।

মুহম্মদ তরিকুল ইসলাম।

Please Share This Post in Your Social Media






© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY AMS IT BD