July 12, 2025, 6:40 am
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগ নেতা ও সাবেক পৌর মেয়র মো: ইলিয়াস হোসেনের বাড়ীতে ডাকাতি ঘটনার মূল পরিকল্পনাকারী আন্ত:জেলা ডাকাত দলের সদস্য মো: আবু জোহানুর ওরফে লিপুকে (৫৫) গ্রেফতার করেছে সিআইডি। এসময় ডাকাতির নগদ ৪৫ হাজার ২০ টাকা উদ্ধার করা হয়।
আজ বৃহস্পতিবার (০৬ জুলাই) দুপুরে গোপালগঞ্জ সিআইডির কায্যালয়ে সিআইডির উপ-পরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো: সবুজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে বুধবার (০৫ জুলাই) সন্ধ্যায় গোপালগঞ্জ জেলা শহরের পাবলিক হল মোড় থেকে ওই ডাকাতকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ডাকাত মো: আবু জোহানুর ওরফে লিপু খুলনা জেলার খালিশপুর থানার ১৬৪ রোডের বাসিন্দা মো: মোতালেব হোসেনের ছেলে।
সিআইডির উপ-পরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো: সবুজুল ইসলাম জানান, গত বছরের ২৯ অক্টোবর গভীর রাতে টুঙ্গিপাড়া পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামলীগ নেতা মো: ইলিয়াস হোসেনের বাড়ির ২য় তলার বারান্দার কংক্রিটের গ্রীল ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। পরিবারের সদস্যদের আগ্নেয় অস্ত্রের মুখে জিম্মি করে নগদ সাড়ে ২৭ লাখ টাকা ও সাড়ে ২২ ভরি স্বর্ণালংকার লুট করে পলিয়ে যাবার সময় চিৎকার করলে স্থানীয়রা ধাওয়া করে তিন ডাকাতকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীদের মধ্যে একজন বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে ডাকাতির মূল পরিকল্পনাকারী মো: আবু জোহানুর ওরফে লিপু বলে স্বীকার করে। এ ঘটনায় আওয়ামী লীগ নেতা ও সাবেক পৌর মেয়র মো: ইলিয়াস হোসেন বাদী হয়ে টুঙ্গিপাড়া থানায় একটি মামলা দায়ের করেন।
পরে সিআইডি গোপালগঞ্জ টিম তথ্য প্রযুক্তির মাধ্যমে জানতে পারে গোপালগঞ্জ শহরের পাবলিক হল মোড়ে অবস্থান নেবে ডাকাতির মূল পরিকল্পনাকারী মো: আবু জোহানুর ওরফে লিপু। পরে ওই স্থানে অবস্থান নিয়ে ডাকাত দলের সদস্য আবু জোহানুর ওরফে লিপুকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ডাকাতির ৪৫ হাজার টাকা উদ্ধার করে সিআইডি। #