September 30, 2023, 12:18 pm

বিজ্ঞপ্তি :
বিশেষ সতর্কীকরন - "নতুন বাজার পত্রিকায়" প্রকাশিত সকল সংবাদের দ্বায়ভার সম্পুর্ন প্রতিনিধি ও লেখকের। আমরা আমাদের প্রতিনিধি ও লেখকের চিন্তা মতামতের প্রতি সম্পুর্ন শ্রদ্ধাশীল। অনেক সময় প্রকাশিত সংবাদের সাথে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল নাও থাকতে পারে। তাই যেকোনো প্রকাশিত সংবাদের জন্য অত্র পত্রিকা দায়ী নহে। নতুন বাজার পত্রিকা- বাংলাদেশের সমস্ত জেলা, উপজেলা, ক্যাম্পাস ও প্রবাসে প্রতিনিধি নিয়োগ চলছে! বিস্তারিত: ০১৭১২৯০৪৫২৬/০১৯১১১৬১৩৯৩
শিরোনাম :
বাগেরহাটে মডেল বেতাগা ইউনিয়ন পরিষদে উন্মুক্ত ওর্য়াড সভা শুরু কপোতাক্ষ নদের ভয়াবহ ভাঙন ঢাকায় মহাসমাবেশ সফল করার লক্ষে পাইকগাছায় কৃষক দলের প্রস্তুতি সভা সংসদ নির্বাচনে মনোনয়ন প্রতাশী জাপানেতা মোস্তফা কামাল জাহাঙ্গীর এর পাইকগাছা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সাতক্ষীরা জেলা শ্রমিকলীগ নবনির্বাচিত আহবায়ক কমিটির বর্ধিত সভা সাতক্ষীরায় ফাস্টফুডের দোকানে ভাংচুর, নগদ অর্থ লুট: থানায় অভিযোগ সুন্দরবনের করমজল পর্যটনকেন্দ্র জোয়ারে তলিয়ে গেছে, মোংলা পায়রা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বিশ্ব ঐতিহ্য প্রকৃতির এক অপরূপ সৌন্দর্যের লীলাভূমি সুন্দরবনের করমজল পর্যটনকেন্দ্র জোয়ারে তলিয়ে গেছে প্রকল্পের মাস্টার মাইন্ড পিআইও সিরাজুদ্দৌলা আর সিরাজুল ইসলাম মুকসুদপুরে সালিশির কথা বলে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
৬ মাসে ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ৭১ জন নিহত বহু মানুষ পঙ্গু

৬ মাসে ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ৭১ জন নিহত বহু মানুষ পঙ্গু

আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের সড়ক মহাসড়ক মানুষের জন্য ক্রমেই অনিরাপদ হয়ে উঠছে। সড়কগুলোতে কোন ভাবেই থামানো যাচ্ছে না অবৈধ যান চলাচল। প্রতিনিয়ত মানুষ মৃত্যু ঝুকি নিয়ে সড়কে চলাচল করছেন। নিরাপদে সুস্থ শরীরে বাড়ি পৌছাবে কিনা এমন কোন গ্যারান্টি নেই। যানবাহনে চড়ে এক অনিশ্চিত যাত্রার বলি হচ্ছে মানুষ। গত ৬ মাসে ঝিনাইদহের ৬ উপজেলায় সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ৭১ জন। এরমধ্যে বেশির ভাগই মারা গেছেন অবৈধ যানবাহনের কারণে। উচ্চ আদালতের নির্দেশ থাকার পরও ঝিনাইদহের বিভিন্ন সড়ক মহাসড়কে অবৈধ যানবাহন চলাচল বন্ধ করতে পারেনি হাইওয়ে পুলিশ। বরং কথিত আছে অবৈধ যানবাহন মালিকরা মাসোহারা দিয়ে রাস্তায় এই যানবাহন চালাচ্ছেন। সড়ক মহাসড়ে দেদারছে অবৈধ যানবাহন চলাচল সেই সাক্ষ্য বহন করে। পুলিশ ও পত্রিকায় প্রকাশিত রিপোর্ট অনুযায়ী সড়ক দুর্ঘটনায় ঝিনাইদহ সদর উপজেলায় গত ৬ মাসে ১৭ জন, কালীগঞ্জ উপজেলায় ১৫ জন, কোটচাঁদপুরে ১৪ জন, মহেশপুরে ১১ জন, শৈলকুপায় ১২ জন ও কোটচাঁদপুরে ২ জন নিহত হয়েছেন। এর মধ্যে ঝিনাইদহ সদর উপজেলায় সবচে বেশি ১৭ জন মানুষের মৃত্যু হয়েছে। অন্যদিকে একই পরিবারের ৪ সদস্যসহ ৭ জনের মৃত্যু ঘটেছে কোটচাঁদপুরের কাশিপুর নামক স্থানে। ঘটনার দিন কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গী গ্রামের রুবেলের স্ত্রী রিমা খাতুন ডাক্তার দেখাতে কোটচাঁদপুর যান। তার সঙ্গে ছিল সন্তান রাফান ও শাশুড়িসহ দুই শিশু। পথের মধ্যে ফল ব্যবসায়ী আল-আমিন ইঞ্জিন চালিত ওই ভ্যানের যাত্রী হন। তারা কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কের কাশিপুর নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই শিশুসহ তিনজন এবং পরে যশোর হাসপাতালে দুজন ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আরো দুইজনের মৃত্যু হয়। এই দুর্ঘটনায় একই পরিবারের চারজনের মৃত্যুর ঘটনায় এলাকাবাসিকে গভীর ভাবে নাড়া দেয়। এছাড়া সড়ক দুর্ঘটনায় একাধিক মৃত্যুর মধ্যে রয়েছে সদর উপজেলার কয়ারগাছি স্থানে আব্দুর রাকিব ও শাকিল, কালীগঞ্জের মোবারকগঞ্জ চিনিকলের সামনে স্বামী ছাবদার হোসেন ও স্ত্রী পারভিনা খাতুন, সদর উপজেলার নলডাঙ্গা গ্রামে ইমন ও আজিম, সদর উপজেলার আটলিয়া গ্রামে রিংকী খাতুন ও সাজেদুল ইসলাম, কালীগঞ্জের পিরোজপুর বটতলায় আবুল কালাম, শরীফা খাতুন ও অরো দাস এবং একই উপজেলার বেজপাড়া নামক স্থানে উজ্জল শেখ ও আমানুর রহমান নিহত হন। বায়েস নামে এক ব্যবসায়ী অভিযোগ করেন, তিনি কুষ্টিয়ার পোড়াদহ থেকে কাপড় কিনে ফেরার পথে হাইওয়ে পুলিশকে ২৫০০ টাকার ঘুষ দিনে। টাকা না দিলে থ্রিহুইলার আটকে রাখা হয়। থ্রিহুইলার, আলমসাধু, ভটভটি, নছিমন ও করিমন গাড়ির বেশির ভাগ চালক অভিযোগ করেন, তারা মাসিক দিয়ে সড়কে চলাচল করেন। এই টাকা মালিক পক্ষ দিয়ে থাকেন। সুজন নামে এক ইজিবাইক চালক অভিযোগ করেন, রাস্তায় রাস্তায় তারা পুলিশ, হাইওয়ে পুলিশ ও শ্রমিক সংগঠনের টাকা দিয়ে থাকেন। টাকা না দিলে গাড়ি আটকে দেওয়া হয়। সংগঠন সড়ক দুর্ঘটনায় অকাতরে প্রাণ হারানোর বিষয়ে ঝিনাইদহ হাইওয়ে পুলিশের ওসি মিজানুর রহমান বলেন, সড়ক মহাসড়কে অবৈধ যান চলাচলের বিষয়ে শুধু ঝিনাইদহে বন্ধ হলে হবে না। সারা দেশেই বন্ধ করতে হবে। এ জন্য সড়ক ও সেতু মন্ত্রনালয় কাজ করছে। তারপরও আমরা সড়কগুলো অবৈধ যান মুক্ত করতে কাজ করছি। তিনি বলেন, হাইওয়ে পুলিশের তথ্যমতে সড়কে গত ৬ মাসে ১৫/১৬ জন মানুষ সড়ক দুঘর্ঘটনায় মারা গেছেন। সারা জেলায় গ্রামীন সড়কের দুর্ঘটনার হিসাব আমাদের কাছে নেই। ওসি মিজানুর রহমান বলেন, সড়ক মহাসড়ক নিরাপদ রাখতে শুধু পুলিশের একার পক্ষে সম্ভব নয়। এই সেক্টরে যারা কাজ করেন তাদের সবাই একতাবদ্ধ ভাবে কাজ করতে হবে। ঝিনাইদহ রোড ট্রান্সপোর্ট অথরিটির সহকারী পরিচালক আতিয়ার রহমান জানান, সড়ক দুর্ঘটনা রোধে বিআরটিএ সচেতনতামুলক কর্মসুচি চালিয়ে যাচ্ছে। তার দপ্তর প্রতি মাসেই চালকদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষন দিচ্ছেন।

ঝিনাইদহ
আতিকুর রহমান।

Please Share This Post in Your Social Media






© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY AMS IT BD