July 12, 2025, 6:43 am
রফিকুল ইসলাম ঃ
রাঙ্গাবালী বড়বাইশদিয়া ইউনিয়নে ৫ জুলাই বুধবার দুপুরে যুবদলের দ্বি বার্ষিক সম্মেলন করা হয়েছে। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা যুবদলের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মো: শিপলু খান। প্রধান বক্তা মো: ওবায়দুল হক বুলবুল সহ সভাপতি জেলা যুবদল।
উদ্বোধক মো: অরুণ মীর রাঙ্গাবালী উপজেলা আহবায়ক যুবদল।
বিশেষ বক্তা মু নিয়াজ আকন রাঙ্গাবালী উপজেলা যুবদল সদস্য সচিব।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মো: আতিকুজ্জামান আতিক পটুয়াখালী জেলা যুবদল মো: মাঈনুল হক রুবেল পটুয়াখালী জেলা যুবদল এ্যাড মো: আবদুল্লাহ আল নোমান পটুয়াখালী জেলা যুবদল।
রাঙ্গাবালী উপজেলার যুবদলের মো: জাহাঙ্গীর আকন মো: কাওসার আহমেদ স্বপন মো: ইমরান হোসেন ফরিদ মৃধা মো: নাসির উদ্দিন মৃধা মো: আসাদ মৃধা মো: রাসেল মাহমুদ মো:রুবেল খান প্রমূখ।
বড়বাইশদিয়া ইউনিয়ের যুবদলের সভাপতি মো: রেজাউল করিম বাচ্চু হাওলাদার সাধারণ সম্পাদক মো; মনিরুজ্জামান হাওলাদার
সাংগঠনিক সম্পাদক মো: ইলিয়াস হাওলাদার।
সভায় বক্তারা বলেন, সামনে কঠিন সময় আসছে। এই সময়ে আমাদেরকে স্বৈরাচারী সরকারের পতন ঘটাতেহবে কাজেই আমাদেরকে এমন একটি কমিটি দিতে হবে যেই কমিটির মাধ্যমে যুবদল আরো জোরদর হবে।এই সরকার ডিজিটাল বাংলাদেশ স্মার্ট বাংলাদেশের নামে আমাদের সাথে প্রতারণা করছে।
ডিজিটাল বাংলাদেশের নমুনা কি এক ঘন্টা বিদ্যুৎ না থাকা দেশের দ্রব্য মূল্যের সিমাহীন উদ্বগতি।আজকে আমরা মিছিল মিটিং করতে পারি না। দেশে কোন গণতন্ত্র নেই। দেশে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হলে এই সরকার কে হঠাতে হবে এর বিক্লপ আমাদের নেই। নিজেদের মধ্যে কলহ ভুলে যান।তাই আমাদের দলকে ভালো বেসে সকল বিভেদ ভুলে এগিয়ে যেতে হবে।
দিতীয় অধিবেশনে কাউন্সিলের মাধ্যমে বড়বাইশদিয়া ইউনিয়নের যূবদলের কমিটি প্রকাশ করা হয়েছে এতে মো: মিরাজ হাওলাদার সভাপতি ও মো: সাইমুন তালুকদার সাধারণ সম্পাদক করা হয়েছে। উপজেলা যুবদলের আহবায়ক মো: অরুন মীর ও সদস্য সচিব মু নিয়াজ আকন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে ।