September 26, 2023, 12:13 am
রিপোর্ট : ইমাম বিমান
ঝালকাঠিতে দুদিনের ব্যবধানে তেল ভর্তি জাহাজে ভয়াবহ দুটি অগ্নিকাণ্ডের ঘটনায় বেশ কয়েকজন হতাহত সহ নিহত হয়েছেন। গত ১ জুলাই ও আজ ৩ জুলাই দুই দিনের ব্যবধানে ঝালকাঠি সুগন্ধা নদীতে তেলবাহী দুটি জাহাজে আগুন লাগায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইতিমধ্য ৩ জনের লাশ উদ্ধারসহ নিখোঁজও আছে। ঢাকায় চিকিৎসাধীন রয়েছে অগ্নিদগ্ধ ৪জন। আজ তিন জুলাইয়ের জাহাজে বিস্ফোরন ঘটে আগুন লাগার ঘটনায় বেশ কয়েকজন অগ্নিদগ্ধ হওয়ার থবর পাওয়া গেছে। বর্তমানে তেলবাহি জাহাজে তীব্র আগুন জলছে , আগুন নিভাতে ঝালকাঠি-বরিশাল ফায়ার সার্ভিসের টিম সহ একধিক ফারায় সার্ভিস টিম।
ইতিপূর্বে গত ৬ মাস আগে তেল ভর্তি জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গত বছর ঢাকা থেকে বরগুনাগামী একটি লঞ্চ ঝালকাঠিতে অগ্নিকান্ডের শিকার হন এতে এতে ৫০ জনের ঊর্ধ্বে নিহত ও শতাধিক আহত হয়েছিলেন।
ব্যবসায়িক দিক দিয়ে দ্বিতীয় কলকাতা খ্যাত ঝালকাঠির ঐতিহ্য ধরে রাখতে নিরাপত্তা জরুরি। আর এ নিরাপত্তার জন্য ঝালকাঠিতে একটি রিভার ফায়ার স্টেশন জরুরী বলে বিভিন্ন মহল একমত পোষণ করেছে। ঝালকাঠি নাগরিক ফোরামের পক্ষ থেকে দাবি অবিলম্বে একটি রিভার ফায়ার স্টেশন নির্মিত হোক। সংগঠনের সভাপতি সামসুল হক মনু ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর এ দাবি তোলেন।