September 30, 2023, 1:12 pm
ষ্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহের তারাকান্দায় উপজেলার সরকারি খাদ্য গুদাম পরিদর্শন করলেন উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত।
রবিবার (২রা জুলাই) সারা দেশে বিভিন্ন গুদাম পরির্দশনের সরকারি নির্দেশনার অংশ হিসেবে
ঈদের ছুটি শেষে প্রথমদিনের কর্মদিবসে
তারাকান্দার খাদ্য গুদামটি পরির্দশন করে পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা, তারাকান্দা মিল মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।
ইউএনও মিজাবে রহমত গুদামে আসার পরেই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকলকে ঈদের শুভেচ্ছা জানানো হয়। পরে ইউএনও গুদামে কৃষক হতে ক্রয়কৃত ধানের মজুদ দেখতে সরাসরি চলে যান গুদামের ভিতরে। মজুদকৃত ধানগুলো পরীক্ষা করে দেখেন এবং কৃষকের কাছ থেকে অবশিষ্ট ধান ক্রয়ের জন্য গুদাম কর্তৃপক্ষকে পরামর্শ প্রদান করেন।
খাদ্য গুদাম পরিদর্শনকালে খোলামেলা আলোচনায় ইউএনও মিজাবে রহমত , রাজনৈতিক প্রভাব খাটিয়ে কেউ যেন কৃষকের ধান ক্রয়ে বাধা সৃষ্টি না করে সে বিষয়ে সকলকে সচেতন থাকার আহবান জানান। তিনি আরও বলেন, খাদ্য মন্ত্রণালয় কর্তৃক দেশের খাদ্য গুদামগুলো পরির্দশনে টিম করা হয়েছে। এ টিমগুলো সার্বক্ষণিক খোঁজ খবর রাখছেন যাতে কোন কৃষকের ধান বিক্রি করতে এসে হয়রানির শিকার হতে না হয়। তিনি বলেন-খাদ্য মজুতের জায়গার অভাব হবে না। কোথাও কেউ খারাপ চাল দিলে তা প্রত্যাখ্যান করা হচ্ছে। তবে কেউ সরকারি সংগ্রহে মানহীন ধান-চাল সরবরাহ করলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। ।