October 4, 2023, 12:41 am
রফিকুল ইসলাম সুমন (নোয়াখালী)
ঢাকাস্থ সেনবাগ কল্যান সমিতির সাবেক সভাপতি, মইজদীপুর আইডিয়াল একাডেমি পরিচালনা পরিষদের সম্মানিত চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী বীর মুক্তিযোদ্ধা আবদুল হক স্মরনে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।মইজদীপুর আইডিয়াল একাডেমির আয়োজনে
৩০ শে জুন, শুক্রবার বিকেলে উপজেলার দিলদার মার্কেট রংধনু কমিউনিটি সেন্টার হলরুমে অনুষ্ঠিত, মাওলানা আবদুল হাই এর কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলের সুচনা হয়।এসময় আইডিয়াল একাডেমির পরিচালক মাস্টার মোঃ সাইফুল ইসলাম এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,আইডিয়াল একাডেমির ভাইস-চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ মোশাররফ হোসেন। দক্ষ সংগঠক, সমাজসেবক ও শিক্ষানুরাগী বীর মুক্তিযোদ্ধা মরহুম আবদুল হকের কর্মময় জীবনের স্মৃতিচারণ করে উক্ত স্মরণসভায় বক্তব্য রাখেন, সড়ক ও সেতু মন্ত্রণালয়ের উপ-সচিব মোঃ আবু নাছের টিপু, বীর মুক্তিযোদ্ধা সোলায়মান বাহার, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক ভূঁইয়া, সেনবাগ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও ৩নং ডমুরুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ শওকত হোসেন কানন, কমরেড মহি উদ্দিন, কামু মিয়া দারুল উলুম মাদ্রাসার প্রতিষ্ঠাতা সোহরাব হোসেন সুমন, মোকছেদুল আলম ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ সালাহ উদ্দিন, উপ-সহকারী কৃষি প্রকৌশলী মোঃ কামাল হোসেন, ফিরোজ খাঁন,নূর আলম সিদ্দিক, ফয়েজুর রহমান, আবদুল হান্নান চৌধুরী, ডাঃ তৌহিদুল আমিন, এনামুল হক সাবু,আরমানে আরছালান আরমান সহ অনেকেই। স্মরণ সভায় উপস্থিত ছিলেন, ৬নং কাবিলপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও মরহুম আবদুল হক সাহেবের সহোদর মোঃ ছেরাজুল হক, আইডিয়াল একাডেমির পরিচালক খুরশীদ আলম, মুন্নু টেক্সটাইল মিল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাকের মোঃ জাকারিয়াসহ প্রায় ৫ শতাধিক এলাকাবাসী।
মরহুম আবদুল হক সাহেবের আত্মার মাগফিরাত কামনা করে মাওলানা হোসাইন আহমেদ এর পরিচালনায় বিশেষ দোয়া – মুনাজাতের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।