September 23, 2023, 6:52 pm
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় পানিতে ডুবে আবু তালহা ফকির নামে তিন বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ শনিবার (০১ জুলাই) সকালে উপজেলার পিঞ্জুরি ইউনিয়নের সোনাখালী গ্রামে এ ঘটনা ঘটে।
টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তরিকুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এলাকাবাসী ও হাসপাতাল সূত্রে জানাগেছে, সোনাখালী গ্রামের রবিউল ফকিরের ছেলে শিশু আবু তালহা ফকির বাড়ির উঠানে খেলা করছিল। এসময় পরিবারের সকলের অগোচরে পুকুরের পানিতে পড়ে যায়। পরে পরিবারের লোকজন আবু তালহাকে দেখতে না পেয়ে আশপাশে খোঁজাখুঁজি শুরু করে।
এক পর্যায়ে আবু তালহাকে পুকুরের পানিতে ভাসতে দেখে পরিবারের লোকজন উদ্ধার করে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তরিকুল ইসলাম বলেন, শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। #