July 18, 2025, 8:55 pm
মোহাম্মদ বাবুল হোসেন পঞ্চগড় ঃ
ঈদুল আযহা উপলক্ষে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মজাহারুল হক প্রধান তার স্বেচ্ছাধীন তহবিল হতে ১৬৭ পরিবারকে একত্রে ৫ লাখ টাকা অনুদান দিয়েছেন। বুধবার( ২৮ জুন) দুপুরে পঞ্চগড় সদর উপজেলা পরিষদের হলরুমে আনুষ্ঠানিকভাবে নিজে উপস্থিত থেকে এ অর্থ বিতরণ করেন তিনি। সুবিধাভোগীরা তেঁতুলিয়া, আটোয়ারী ও পঞ্চগড় সদর উপজেলার বাসিন্দা।
সদর উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- পঞ্চগড় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী আল তারেক।