September 26, 2023, 2:12 am
মোংলা প্রতিনিধিঃ
তারুণ্যের দীপ্ত নক্ষত্র বাংলার কোটি মানুষের হৃদয়ের সপ্ন চারী, বর্ণীল যুবরাজ বাগেরহাট-০২ আসনের মামনীয় সংসদ সদস্য জননেতা শেখ শাহরান নাসের তন্ময়’র শুভ জন্মদিন উৎসব পালিত হয়েছে মোংলায়। যুব সমাজের যুবরাজখ্যাত শেখ তন্ময়ের জন্মদিন উৎসবে বৃহস্পতিবার (২৯ জুন) সন্ধ্যায় শহরের পৌরমার্কেট চত্বরে কেক কাটা ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
মোংলা পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, বাগেরহাট জেলা পরিষদ সদস্য আঃ জলিল শিকদার, সুন্দরবন ইউনিয়নের চেয়ারম্যান একরাম ইজারাদার, মিঠাখালী ইউপি চেয়ারম্যান উৎপল কুমার মন্ডল, ৫ নং ওয়ার্ড কাউন্সিলর মো. শরিফুল ইসলাম,
মোংলা পৌর যুব মহিলা লীগের সভানেত্রী সুমী লীলা, মোংলা পৌর যুবলীগের সাধারণ সম্পাদক লিটন হোসেন নিরব, উপজেলা ছাত্রলীগের সভাপতি শিকদার ইয়াছিন আরাফাত, উপজেলা যুবলীগ নেতা ছাদ্দাম হোসেন, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ শাহারুখ বাপ্পি, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান সাগর, পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রুবেল হোসেনসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ সহযোগী সংগঠনে বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থক।
জন্মদিনের কেক কাটা শেষে শেখ তন্ময়ের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।