July 18, 2025, 8:33 pm
জাকিরুল ইসলাম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:
প্রকৃত মুক্তিযুদ্ধের ইতিহাস সঠিকভাবে সংরক্ষণের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করেছেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য ও নবাবগঞ্জ উপজেলা আ’লীগের সভাপতি শিবলী সাদিক এমপি।
মঙ্গলবার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যেম ফেসবুকে সংসদ সদস্যর ব্যক্তিগত আইডি থেকে পোস্ট করে প্রধানমন্ত্রীর কাছে এ অনুরোধ করেছেন তিনি। ফেসবুকে দেয়া সেই পোস্টটি হুবহু তুলে ধরা হলো।
প্রকৃত মুক্তিযুদ্ধের ইতিহাস সঠিকভাবে সংরক্ষণ হোক, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এতটুকুই অনুরোধ আমার,
ছবিতে টাকা হাতে হাস্যোজ্জ্বল যে মানুষটিকে দেখা যাচ্ছে, তার নাম সুভাষচন্দ্র মন্ডল, ডাকনাম ভগা, বাড়ি দিনাজপুর জেলার ১ নম্বর জয়পুর ইউনিয়নের খোসলামপুর নামক গ্রামে, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী, খোসলামপুরের ৭২ জন নর নারীকে দাঁড় করিয়ে ব্রাশ ফায়ার করে, ভাগ্যক্রমে ভগা, গুলিবিদ্ধ হবার পরেও প্রাণে বেঁচে যায়, পরবর্তী সময়ে আমার দাদি জমিলা খাতুন, তাকে সেবা চিকিৎসা দিয়ে সুস্থ করে তোলে, ভগা এখনো বেঁচে আছেন, পাকিস্তানি হানাদার বাহিনীর অন্যতম সদস্য এবং সোর্স, রহিম খান, সেই সময় কাপড়ের ব্যবসায়ীর বেশ ধরে কাঁধে রাইফেল নিয়ে ঘুরে বেড়াতেন, তারই নেতৃত্বে ৭২ জন মানুষকে গুলি করা হয়, সেই রহিম খানকে আমার বাবা মোস্তাফিজুর রহমান (ফিজু) আরো দুজন সহযোগীকে নিয়ে ওই খোসলাপুর গ্রামেই তাকে হত্যা করে, আমাদের বাড়িতে মুক্তিযোদ্ধাদের একটা নিরাপদ সেল্টার ছিল, মুক্তিযোদ্ধাদের খাদ্য চিকিৎসা এবং সহযোগিতায় আমার পরিবার অনেক অবদান রেখেছেন, আমার বড় আব্বা, ট্রেনিং প্রাপ্ত একজন মুক্তিযোদ্ধা, শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে আমার পরিবারকে রাজাকারের পরিবার বানানোর নীল নকশা করছে আমার দলের কিছু মানুষ, যাতে করে সামাজিকভাবে রাজনৈতিকভাবে মানুষের কাছে প্রশ্নবিদ্ধ হই, এই সমাজে একটা অবস্থান থাকার পরেও আমাদের মত পরিবারের সঙ্গে যদি এমন আচরণ হয়ে থাকে, তাহলে সাধারণ মানুষের সঙ্গে কি হয় এই বিষয়টি আমাদেরকে অনুভব করতে হবে, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস যারা বিকৃত করার চেষ্টা করছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি, আর, সঠিক তথ্যের ভিত্তিতে মহান মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস সংরক্ষণ হোক এতোটুকুই প্রত্যাশা আমার, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
মো. জাকিরুল ইসলাম জাকির
বিরামপুর, দিনাজপুর।