September 27, 2023, 8:22 am

বিজ্ঞপ্তি :
বিশেষ সতর্কীকরন - "নতুন বাজার পত্রিকায়" প্রকাশিত সকল সংবাদের দ্বায়ভার সম্পুর্ন প্রতিনিধি ও লেখকের। আমরা আমাদের প্রতিনিধি ও লেখকের চিন্তা মতামতের প্রতি সম্পুর্ন শ্রদ্ধাশীল। অনেক সময় প্রকাশিত সংবাদের সাথে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল নাও থাকতে পারে। তাই যেকোনো প্রকাশিত সংবাদের জন্য অত্র পত্রিকা দায়ী নহে। নতুন বাজার পত্রিকা- বাংলাদেশের সমস্ত জেলা, উপজেলা, ক্যাম্পাস ও প্রবাসে প্রতিনিধি নিয়োগ চলছে! বিস্তারিত: ০১৭১২৯০৪৫২৬/০১৯১১১৬১৩৯৩
শিরোনাম :
ময়মনসিংহের ১নং ফাঁড়ি থেকে মাদক নির্মুলসহ দুর্গাপূজাকে ঘিরে ইনচার্জ ওয়াজেদ আলীর হুঁশিয়ারি সকল নাগরিক আইনের চোখে সমান-রাষ্ট্র কেবল ধর্ম বর্ণ,শ্রেণী ও স্থায়ী বা অস্থায়ী দেখে না বাগেরহাটের ফকিরহাটে উদ্যোক্তাদের কারিগরি দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ বিএসটিআই বিভাগীয় কার্যালয় রংপুর কর্তৃক সার্ভিল্যান্স অভিযান তানোরে যুবলীগের স্মরণকালের সর্ববৃহৎ শো-ডাউন দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শরণখোলা উপজেলা ছাত্রলীগের কমিটি স্থগিত বাগেরহাটের মোল্লাহাটে শেখ হেলাল উদ্দিন ফুটবল টুর্নামেন্ট পাইকগাছায় পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন এর গণশুনানী অনুষ্ঠিত পাইকগাছা উপজেলা আইন শৃঙ্খলা ও মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত বাগেরহাটে ক্যাডার কম্পোজিশনের সুরক্ষা ও পদোন্নতির দাবি শিক্ষা ক্যাডারদের
কৃষি জমি ধ্বংস করে অবৈধ ইটভাটা নির্মাণের অভিযোগ প্রশাসন নিরব

কৃষি জমি ধ্বংস করে অবৈধ ইটভাটা নির্মাণের অভিযোগ প্রশাসন নিরব

Exif_JPEG_420

আলিফ হোসেন,
তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ
রাজশাহীর তানোরের সীমান্তবর্তী মান্দা উপজেলার ভারশোঁ ইউনিয়নের (ইউপি) বাঁকাপুর বিলে নীতিমালা লঙ্ঘন ও তিনফসলী জমি ধ্বংস করে অবৈধ ইটভাটা নির্মাণের অভিযোগ উঠেছে। দিনরাত সমানে অবৈধ ইটভাটার নির্মাণ কাজ করা হলেও অজ্ঞাত কারণে প্রশাসন নির্বিকার। এ ঘটনায় কৃষকদের মাঝে চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে।স্থানীয়রা বলছে, বিএনপির সাবেক এমপির কাছে থেকে ক্ষমতাসীন দলের একশ্রেণীর প্রভাবশালী নেতা আর্থিক সুবিধা নিয়ে অবৈধ ইটভাটা করতে সহায়তা করছে। অথচ এভাবে নির্বিচারে তিন ফসলি জমি ধ্বংস করায় সাধারণ মানুষের মাঝে আওয়ামী লীগের চরম ইমেজ সঙ্কট সৃষ্টি হচ্ছে বলে মনে করছেন সচেতন মহল।কৃষকেরা বলছে, এলাকায় শিল্প কারখানা হোক সেটা তারাও চাই, তবে (ভাতের থালায় লাথি মেরে নয়) তিন ফসলি জমি ধ্বংস করে নয়। এক ফসলি বা অনাবাদি জমিতে করা হোক।
সংশ্লিষ্ট সুত্র জানায়, বাংলাদেশ পরিবেশ অধিদপ্তরের জারি করা পরিপত্র (২০ অক্টোবর ২০০৩) অনুযায়ী ইট ভাটায় ১২০ ফুট উঁচু চিমনি স্থাপন বাধ্যতামুলক। এছাড়াও ইট পোড়ানো নিয়ন্ত্রণ আইন (৪ ধারার ৫ উপ-ধারা) অনুযায়ী আবাসিক
এলাকা, উপজেলা সদর ও ফল বাগানের আশপাশের ৩ কিলোমিটার এলাকার মধ্যে ইটভাটা স্থাপন সম্পূর্ণ অবৈধ। এছাড়াও ভূমি আইন-২০২৩ ফসলি ও উঁচু জমির মাটি কাটা কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। স্থানীয়রা অবৈধ এই ভাটার নির্মাণ কাজ বন্ধে সংশ্লিষ্ট বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। কৃষক রুস্তম আলী, জসিম, সজল ও আকতার বলেন, অবৈধ ইটভাটা নির্মাণ বন্ধ না হলে, ইদের পর কৃষি জমি রক্ষায় তারা মানববন্ধনসহ নানা কর্মসূচি গ্রহণ করবেন।
সচেতন মহলের ভাষ্য, দেশের প্রধানমন্ত্রী ও উচ্চ আদালতের নির্দেশনা রয়েছে এক ছটাক কৃষি জমি নষ্ট করা যাবে না। সেখানে প্রধানমন্ত্রীর নির্দেশনা উপেক্ষা করে বিএনপির দায়িত্বশীল নেতা কি ক্ষমতার জোরে কৃষি জমি ধ্বংস করছে। তাহলে এরা কি প্রধানমন্ত্রীর থেকেও শক্তিশালী এমন প্রশ্ন সংশ্লিষ্ট এলাকাবাসি। এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কৃষি জমি ধ্বংসের প্রভাব পড়বে বলে মনে করছেন তৃণমুলের নেতাকর্মীরা। অন্যদিকে খাদ্য ঘাটতি ও গবাদিপশুর চারনভুমি সঙ্কটে সাধারণ মানুষের জীবন ধারণে বিরুপ প্রভাব পড়বে, এর দায় নিবে কে ? তারা দ্রুত অবৈধ ইটভাটা বন্ধ, ফসলি জমি রক্ষা ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।
সরেজমিন দেখা গেছে, ফসলি জমির ধান নষ্ট করে ইটভাটার নির্মাণ কাজ করা হচ্ছে। এসময় কথা হয় নির্মাণকাজ দেখভালের দায়িত্বে থাকা আব্দুল কাইয়ুমের সঙ্গে। তিনি বলেন, বিএনপির সাবেক সাংসদ হারুনুর রশিদ হারুন এটা নির্মাণ করছেন তিনি বলেন, ভাটা করার কথা তবে অটো রাইসমিল করারও পরিকল্পনা আছে। এবিষয়ে ভারশোঁ ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন বলেন, এলাকার কৃষকেরা তাকে বিষয়টি অবগত করেছেন, তবে এটা তো তার বন্ধ করা সম্ভব নয়, এটা উপজেলা প্রশাসনের বিষয়। এবিষয়ে মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লাইলা আঞ্জুমান বানুর মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি কল গ্রহণ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।#

Please Share This Post in Your Social Media






© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY AMS IT BD