September 30, 2023, 2:03 pm
এম এ আলিম রিপন,সুজানগর ঃ পাবনার সুজানগর উপজেলার দুস্থ-অসহায় নারীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। বার্ষিক উন্নয়ন কর্মসূচি(এডিপি) আওতায় বিনামূল্যে এ সেলাই মেশিন বিতরণ করা হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে মঙ্গলবার সেলাই মেশিন বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির। উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, পৌর মেয়র রেজাউল করিম রেজা,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান কল্লোল ও মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মর্জিনা খাতুন। এ সময় সুজানগর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাহজাহান আলী, এন এ কলেজের সাবেক সহকারী অধ্যাপক আবুল হাশেম,আ.লীগ নেতা সাইদুর রহমান,রাজা হাসান, মাহমুদ্দুজ্জামান মানিক,পৌর আওয়ামীলীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি সরদার রাজু আহমেদ, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক আমিরুল ইসলাম সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি।