July 18, 2025, 7:36 pm
ইমদাদুল হক,পাইকগাছা,খুলনা।।
পাইকগাছা উপজেলা আইন শৃঙ্খলা ও মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, মেয়র সেলিম জাহাঙ্গীর, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, থানার সেকেন্ড অফিসার মোশাররফ হোসেন, উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, ইউপি চেয়ারম্যান আলহাজ¦ আবুল কালাম আজাদ, কেএম আরিফুজ্জামান তুহিন, রিপন কুমার মন্ডল, কওছার আলী জোয়াদ্দার, আব্দুল মান্নান গাজী, জিএম আব্দুস সালাম কেরু, শাহজাদা মোঃ আবু ইলিয়াস, উপজেলা কৃষি অফিসার জাহাঙ্গীর আলম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা টিপু সুলতান, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম সিদ্দিকুর রহমান তালুকদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী শেখ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, সমাজসেবা অফিসার সরদার আলী আহসান, খাদ্য নিয়ন্ত্রক আসিবুর রহমান, ইউআরসি ইন্সট্যাক্টর ঈমান উদ্দীন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, সমবায় কর্মকর্তা হুমায়ুন কবির, আনসার ও ভিডিপি প্রশিক্ষক আলতাপ হোসেন, প্যানেল চেয়ারম্যান পুলুকেশ মন্ডল, জেলা আওয়ামী লীগনেতা শেখ আনিছুর রহমান মুক্ত, প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, প্রাক্তন প্রধান শিক্ষক সুরাইয়া বানু ডলি, প্রেসক্লাবের সহ-সভাপতি তৃপ্তি রঞ্জন সেন ও মোঃ আব্দুল আজিজ এবং সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দীন আহম্মেদ। সভায় সিনিয়র মাদ্রাসা ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৭টায় প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত সহ কোরবানীর সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা, যানজট নিরসন, শিশুদের চামড়া সংগ্রহের কাজে ব্যবহার না করা, অতিরিক্ত গতিতে মটর সাইকেল না চালানো, যাত্রী হয়রানী বন্ধ, ইজিবাইক চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি না করা, নগদ অনলাইন লেনদেনে প্রতারণা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি করা, পশুর হাটের নিরাপত্তা নিশ্চিত করা, ইট-ভাটার সামনের রাস্তা পরিচ্ছন্ন রাখা, শিববাটী ব্রিজের বাইপাস সড়ক নির্মাণ, ঈদের দিন শিববাটী ও বোয়ালিয়া ব্রিজের নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করা, বিভিন্ন সড়কের মরাগাছ কর্তন, দেলুটির মসলা ব্যবসায়ী হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার সহ গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহিত হয়। সভায় সরকারি বিভিন্ন উন্নয়ন কাজ দ্রুতগতিতে এগিয়ে নিতে সংশ্লিষ্টদের দিকনির্দেশনা প্রদান করা হয়।