September 15, 2024, 12:37 am
এস মিজানুল ইসলাম, বিশেষ সংবাদদাতা: সোমবার ২৬ জুন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে বেসরকারী সংস্থা আভাস আয়োজিত প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন ২০১৩ বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের বাস্তবায়নে এবং আভাসের সহযোগিতায় “ইমপ্রুভ এ্যাকসেস টু ইনক্লুসিভ এন্ড কম্প্রিহেনসিভ আই হেলথ সার্ভিসেস ইন বাংলাদেশ প্রকল্প। আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার অনিক নিলয় এর সভাপতিত্ব করেন। সভায় প্রধান অতিথি ছিলেন ইউএনও ফাতিমা আজরিন তন্বী। আলোচনায় অংশ নেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মাহফিজুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা পার্থ সারথী দেউড়ি, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আফসানা আরেফিন, মহিলা বিষয়ক কর্মকর্তা দীপিকা রাণী সেন, সাংবাদিক এস মিজানুল ইসলাম, কাউন্সিলর অধ্যাপক এমাম হোসেন, আভাস উপজেলা সমন্বয়কারী মোঃ সাইদুল ইসলাম প্রমূখ।#