July 18, 2025, 7:49 pm
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : সিলেট সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, বর্ষা মৌসুমে সিলেট মহানগরীতে জলাবদ্ধতা সৃস্টি হয়। এজন্য আমাদের সুরমা নদী খনন করতে হবে, শহর রক্ষা বাঁধ তৈরী করতে হবে। এর জন্য একটি মহাপরিকল্পনার প্রয়োজন। যারা পানি নিয়ে কাজ করেন, যারা বন্যা নিয়ে কাজ করেন তাদের সাথে কথা বলে একটি মাস্টার প্লান তৈরী করা হবে।
মেয়র আরো বলেন, বিগত মেয়রদের অপরিকল্পিত উন্নয়নের কারণে বর্ষা মৌসুমে সিলেট নগরীতে জলাবদ্ধতার সৃষ্টি হয়, পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে জলাবদ্ধতা দূর করা হবে। তারা কাজ করেছেন কিন্তু এটা প্লান করে আরো ভালভাবে কাজ করা উচিত ছিল।
আজ রোববার (২৫ জুন) রাতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।
মেয়র আরো বলেন, মানুষের টাকা যা ব্যয় করা হবে তা ৫০ বছরের পরিকল্পনা নিয়ে করা হবে। নগরীর উন্নয়নের জন্য একটি মাষ্টার প্লান তৈরী করে। মানুষ যে প্রত্যাশা নিয়ে ভোট দিয়েছেন সেই প্রত্যাশা পূরনে প্রধানমন্ত্রীর নির্দেশনা নিয়ে সিলেটবাসীর আশা আকাংখা পূর্ণ করবো। ৪২টি ওয়ার্ড এবং প্রায় ৫লক্ষ ভোটারের জন্য সিলেটকে একটি স্মার্ট নগরী হিসাবে গঠন করতে। আমাদের আত্মাধিক নগরী, পয্যটক নগরী সিলেট, সিলেটের ইন্টারন্যাশনাল ফোকাস, এই সিলেটকে নিয়ে মানুষের স্বপ্নের শেষ নেই। আমাকে কাজ করার সুযোগ দেয়া হয়েছে। আমি চেষ্টার করবো সর্বোচ কাজ করার।
এর আগে সন্ধ্যায় টুঙ্গিপাড়ায় পৌঁছে নেতাকর্মীদের সাথে নিয়ে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুস্পমাল্য অর্পন করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন সিলেট সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এসময় দলীয় নেতাকর্মীরা সাথে ছিলেন। #