July 11, 2025, 6:10 am
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় র্যাব সদস্য ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৫ জন।
আজ রোববার (২৫ জুন) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার পুরাতন মুকসুদপুর ও একই সড়কের কাশিয়ানী উপজেলার শিবগাতীতে এসব সড়ক দুর্ঘটনা ঘটে।
মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর মিয়া ও কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফিরোজ আলম দূর্ঘটনার বিষয় দু’টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন র্যাব সদস্য (সেনাবাহিনীর কর্পোরাল) রবিউল মোমেন (২৪) ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য মো: জাফর সরদার(৫৩)। নিহত মো: জাফর সরদার কাশিয়ানী উপজেলার ছোট খায়েরকান্দি গ্রামের মৃত আব্দুল সরদারের ছেলে।
মুকসুদপুর থানার ওসি আবু বকর মিয়া জানান, র্যাবের একটি গাড়ি (খুলনা মেট্রো-অ-১১-০১০৬) ঢাকা থেকে খুলনা যাচ্ছিল। এসময় গাড়ীটি ঢাকা-খুলনা মহাসড়কের পুরাতন মুকসুদপুরে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের (ঢাকা মেট্রো ট-২৪-৫৯৪০) মুখোমুখি সংর্ঘষ ঘটে।
এতে সংষর্ষে ৪ র্যাব সদস্যসহ ৫ জন আহত হয়। পরে খব পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক র্যাব সদস্য রবিউল মোমেনকে মৃত ঘোষনা করেন।
আহত র্যাব সদস্য রাসেদ হাওলাদার, মিলন, র্যাবের কার্পেন্টার আবুল কালাম ও অটো ভ্যানযাত্রী আকমলকে সংকটজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি র্যাব সদর দপ্তরকে অবহিত করা হয়েছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।
অপরদিকে, কাশিয়ানী থানার ওসি মুহাম্মদ ফিরোজ আলম জানান, ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার শিবগাতীতে দু’টি মোটর সাইকেলের সংঘর্ষ ঘটে। এতে মোটর সাইকেল চালক অবসরপ্রাপ্ত সেনা সদস্য মো: জাফর সরদার ও অপর মোটর সাইকেল চালক শহিদ মারাত্মক আহত হন।
পরে আহত ওই সেনা সদস্যকে সিএইচএম হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আহত অপর মোটর সাইকেল চালক শহিদের অবস্থাও আশংকাজনক বলে জানান ওই কর্মকর্তা। #