September 26, 2023, 12:41 am
বায়জিদ হোসেন, মোংলা।
মোংলা উপজেলার সোনাইলতলা ইউনিয়নের ৯ ‘শো ৮০ জেলেদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৩ জুন) বিকালে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে প্রতিটি জেলে পরিবারের মাঝে প্রধান অতিথি হিসেবে চাল বিতরণ করেন পরিবেশ, বন ও জলবায়ূ পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার। এ সময় ইউপি চেয়ারম্যান নাজরিনা বেগম, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, পরিষদ সচিব বিভাষ চন্দ্র (মুনী), সোনাইলতলা ইউনিয়ন আ’লীগের সভাপতি সরদার হুমাউন কবির, ১নং ওয়ার্ড আ’লীগের সভাপতি জসিম উদ্দিন সরদার, ইউপি সদস্য মাহবুব মোল্লা, মুজিবর শিকদার, ৭.৮.৯ নং ওয়ের্ডের সংরক্ষিত ইউপি সদস্য ফুলমালা মন্ডল, প্রমূখ। এ সময় বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যগন উপস্থিত ছিলেন। এ সময় সংক্ষিপ্ত বক্তৃতায় উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতার কারণেই আজ দেশে খাদ্য নিয়ে হাহাকার নেই এবং দেশের মানুষ কষ্টেও নেই। পৃথিবীব্যাপী আর্থিক সংকটের মধ্যেও বাংলাদেশের মানুষের জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে চলেছে। উপমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার ব্যবসা করতে আসেনি। আমরা সেবক হিসেবে এসেছি। কাজেই, নিজেদের আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তুলতে চাই। কারো কাছে হাত পেতে চলতে চাই না। খাদ্যের সঙ্গে সঙ্গে যেন পুষ্টির নিশ্চয়তা হয়, সেজন্য সরকার কাজ করছে।