July 18, 2025, 8:02 pm
নিজস্ব প্রতিনিধি:
বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ১২ পটিয়া আসনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মুহাম্মদ বদিউল আলমের পক্ষে পটিয়ার রাজপথে বর্ণাঢ্য র্যালী বের করেন পটিয়া উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠন সমূহের নেতাকর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক ডি.এম. জমির উদ্দিন, পটিয়া পৌরসভা ছাত্রলীগের সাবেক সভাপতি সোহেল ইমরান, ভাটিখাইন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, পটিয়া উপজেলা মৎস্যজীবি লীগের আহ্বায়ক সাইফুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আবু ছৈয়দ লালু, নজরুল ইসলাম, সুজন বড়ুয়া, যুবলীগ নেতা হাসান শরীফ, ইকবাল হোসেন, রিটন বড়ুয়া, আবদুল আউয়াল, মোঃ বেলাল, আনোয়ার হোসেন, মোঃ সোহেল, মোঃ মাহাবু, তৌহিদুল আলম জুয়েল, সাইফুল আলম রুনেল, আবু তৈয়ব, উজ্জ্বল ঘোষ, আবদুর শুক্কুর, মোঃ রুবেল, ছোটন আচার্য্য, বাদশা মিয়া, ছাত্রলীগ নেতা সাজ্জাদ হোসাইন প্রমূখ।